দেশনিউজপলিটিক্স

প্রাক্তন অর্থমন্ত্রীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ, শোক প্রকাশ রাষ্ট্রপতির!

Advertisement
Advertisement

অরূপ মাহাত: দীর্ঘদিন ধরেই দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আজ দুপুর ১২ টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন বিজেপির এই শীর্ষস্থানীয় নেতা। এইমস কর্তৃপক্ষ এক মেডিক্যাল বুলেটিন জারি করে গভীর দুঃখের সাথে এখবর জানান। আজ দুপুর ১২ টা ৭ মিনিটে মাত্র ৬৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী। তিনি গত ৯ আগস্ট থেকে দিল্লি এইমসের একটি উচ্চ পর্যায়ের মেডিক্যাল টিমের চিকিৎসাধীন ছিলেন।

Advertisement
Advertisement

তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সারা দেশ। ভারতের রাষ্ট্রপতি তাঁর শোকবার্তায় প্রাক্তন অর্থমন্ত্রীর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। দেশ গঠনে এক সফল আইনজীবী ও সাংসদ হিসেবে তাঁর ভূমিকারও প্রশংসা করেন তিনি। ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ অমিত শাহ ট্যুইট করে জানান, ‘অরুণ জেটলির অকাল প্রয়াণে আমি অত্যন্ত দুঃখিত, এটা আমার কাছে একটি ব্যক্তিগত ক্ষতি।’ দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুঃখপ্রকাশ করে ট্যুইট করেন, ‘প্রাক্তন অর্থমন্ত্রী ও বর্ষীয়ান নেতা অরুণ জেটলির অকাল প্রয়াণ দেশের পক্ষে একটি অপূরণীয় ক্ষতি।’ পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী প্রাক্তন অর্থমন্ত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। শোক প্রকাশ করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ নুসরত জাহান, সাংসদ ডেরেক ও’ব্রায়েন সহ গোটা দেশ।

Advertisement

সিনেমা ছেড়ে কি বিজেপিতে শাহরুখ খান?

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button