দেশনিউজ

আইএনএস বিরাটকে সংরক্ষণ করতে হবে, ব্রেকিং প্রসেসে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Advertisement

নয়াদিল্লি: ঐতিহ্যের সরক্ষণ, ‘আইএনএস বিরাট’ (INS Viraat)। ভারতের নৌবাহিনীর (Indian Navy) ইতিহাস থেকে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড’ রেকর্ড। ভারতের হয়ে ৩০ বছর ধরে ২,২২৫ দিনে ১০,৯৪,২১৫ কিলোমিটার ধরে গোটা পৃথিবী (World) জুড়ে ভেসে বেড়িয়েছে। অবসরের আগে মোট ২৭ বার প্রদক্ষিণ করেছে গোটা বিশ্বকে। সেই বিরাটকেই ভেঙে ফেলার প্রস্তুতি চলছিল এতদিন। এবার সেই প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

১৯৮৪ সালে ব্রিটিশ নৌবাহিনি থেকে বাতিল করার পর বিরাট নাম নিয়ে ১৯৮৭ তে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেয় এই জাহাজ। সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি দীর্ঘ সময়ের পরিষেবা দিয়ে ২০১৭ তে ভারতীয় নৌবাহিনী থেকে অবসর নিয়েছিল।দীর্ঘ টালবাহানার পরে ২০২০ সালে মেটাল স্ক্র্যাপ ট্রেড কর্পোরেশন লিমিটেডের ডাকা নিলামে ৩৮.৫৪ কোটির বিনিময়ে জাহাজটি কিনে নেয় শ্রীরাম গ্রুপ। তার পর থেকেই গুজরাটের ব্রেকিং ইয়ার্ডে চলছিল বিরাটের ‘ব্রেকিং প্রসেস’। কিন্তু এবার সেই প্রক্রিয়ায় স্থগিতাদেশ আনলো সুপ্রিম কোর্ট।

ঐতিহ্যের সরক্ষণ, ঐতিহ্য বাহী বিরাটকে ভেঙে বর্জিতাংশ হিসেবে বিক্রির বিপক্ষে গিয়ে দেশের শীর্ষ আদালতে মামলা করেছিল Envitech Marine Consultants Pvt. Ltd নামের একটি সংস্থা। বেশ বড় অঙ্কের টাকার পরিবর্তে জাহাজটিকে কিনে নিয়ে মিউজিয়াম বানাতে চেয়েছিল ওই সংস্থা। আদালত বিক্রিতে রাজি না হলেও, আপাতত ভাঙার প্রক্রিয়া বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। বাতিল যুদ্ধজাহাজকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করার পরিকল্পনা ভারতে নেওয়া হতে পারে এই প্রথম বার।

Related Articles

Back to top button