ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

রাজ্যের ১২০০০ বেকার যুবক-যুবতীকে চাকরি দেবে রাজ্য সরকার, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় সরকারি চাকরির সুযোগ

পুলিশে কনস্টেবল পদে চলবে ব্যাপক নিয়োগ

Advertisement
Advertisement

করোনার সময়ের পর থেকে অনেকটা পাল্টে গিয়েছে মানুষের জীবন। এখনকার দিনে চাকরির প্রয়োজন খুব বেশি। করোনার সময়কালে অনেকেই ঘরে বসে দিন কাটিয়েছেন। সেই সময় অনেকের চাকরি গিয়েছে সেটাও শোনা যায়। তাই এই মুহূর্তে সবার একটা নতুন চাকরির খুব দরকার। শিক্ষিত যুবক সমাজে অনেক রয়েছে। আর এবারে যারা সরকারি চাকরিটা আশায় দিন গুনছেন তাদের জন্যই নতুন সুখবর শোনালো রাজ্য সরকার। জানা গিয়েছে খুব শীঘ্রই বেশ কিছু শূন্য পদে হতে চলেছে পুলিশ নিয়োগ। বিশেষ সূত্রে খবর পাওয়া গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই নতুন পরিকল্পনার ব্যাপারে। চলুন দেখে নেওয়া যাক কোন দপ্তরে কর্মী নিয়োগ করতে পারে সরকার।

Advertisement
Advertisement

নবান্ন সূত্রে খবর রাজ্যের বেশ কয়েকটি শূন্য পদে খুব শীঘ্রই কনস্টেবল নিয়োগ হতে চলেছে। ১২ হাজারটি শূন্য পদে কনস্টেবল নিয়োগ করতে চলেছে রাজ্য পুলিশ। এর মধ্যে ৮৪০০ জন পুরুষ প্রার্থী এবং ৩৬০০ জন মহিলা প্রার্থীকে নেওয়া হবে বলে জানা গিয়েছে। রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই ঘোষণা করেছেন। ইতিমধ্যেই এই ঘোষণা অনুযায়ী কাজ শুরু করেছেন অনেকে। পদের জন্য আবেদন করতে হলে নূন্যতম যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাস। ছাত্র-ছাত্রীদের জন্য এটা হতে চলেছে একটা বিরাট বড় খবর। যারা এতদিন পর্যন্ত পুলিশে চাকরি করার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য একটা বিরাট বড় চান্স হতে চলেছে এটা। এছাড়াও কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ হতে পারে বলে জানা যাচ্ছে। তবে এই ব্যাপারে কোন উদ্যোগ এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে।

Advertisement

কলকাতা পুলিশের কনস্টেবল পদে আড়াই হাজারের বেশি কর্মী নিয়োগ হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে আপাতত পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগ হতে চলেছে। প্রসঙ্গত, বিগত ২৪ শে জুলাই এই বিষয়ে রাজ্যের মন্ত্রিসভার মধ্যে একটা বৈঠক হয়েছিল। এই বৈঠকে নতুন করে কর্মী নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সেই বৈঠকে শূন্যপদ বৃদ্ধি করা নিয়েও একটা আপডেট এসেছিল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button