ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ও শীতের দেখা নেই। চৈতার কম্বল বাক্স থেকে বার করে শীত পড়েই রয়েছে, সেই অবহেলাতেই। সকালের গরম গরম কফি, গায়ের উলের পোশাক পড়ে সকালবেলা সেই আমেজ আর পাওয়াই যায় না, কারণ ঠান্ডাই পরছে না।
তবে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী রোববারের আগে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮. ৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় প্রায় তিন ডিগ্রি বেশি।
তাপমাত্রা এত বেড়ে যাওয়ার কারণ হলো পশ্চিমী ঝঞ্জা পশ্চিমী ঝঞ্ঝার এখন অবস্থান করছে কাশ্মীরে, তার জন্য উত্তর ভারত থেকে ঠান্ডা হাওয়া পশ্চিমবঙ্গে ঢুকতে পারছে না।
কবি কবেই বলে গিয়েছিলেন, ‘শীতের হাওয়ায় লাগল নাচন লাগল নাচন আমলকির এই বনে বনে’ বাজারে আমলকি দেখা মিললেও শীতের সেই নাচন কিন্তু একেবারে অদৃশ্য। তবে আবহাওয়াবিদদের কথায় এখন মানুষ হয়তো কিছুটা আশ্বস্ত হচ্ছেন এবং তারা হয়তো আশা করে আছেন রবিবারে হয়তো ঠান্ডা পড়তে পারে, এই নিয়ে আমরা প্রত্যেকে আশাবাদী।