রাজ্য

গবেষক ছাত্রের গবেষনা ধর্মী বই – “লোক সাহিত্যের নানা দিক”

Advertisement
Advertisement

মানিক পাড়া গ্রামীন লোক সংস্কৃতি মঞ্চে মোড়ক উল্মোচন হলো জঙ্গল মহলের অন্যতম তরুন লেখক ও লোক সাহিত্যের গবেষক ছাত্রের গবেষনা ধর্মী বই – “লোক সাহিত্যের নানা দিক” ৷ লোক সাহিত্যের নানা দিক বই এর মোড়ক উল্মোচন করেছেন – কারিগরি শিক্ষামন্ত্রী পুর্নেন্দু বসু, বিধান সভার ডেপুটি স্পিকার ড. সুকুমার হাঁসদা,ঝাড়গ্রামের জেলা শাসক আয়েষা রানি , ঝাড়গ্রাম পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোঢ় (আই.পি.এস) ৷

Advertisement
Advertisement

জঙ্গল মহল তথা রাঢ়বঙ্গের লোক সাহিত্যের বিভিন্ন উপাদান নিয়ে আলোকপাত করেছেন ৷ জঙ্গল মহলের লোক কৃষ্টি সংস্কৃতি নেগ-নেগাচার কে তুলে ধরেছেন ৷ বই টির ভূমিকা লিখেছেন – ‘যুব সাহিত্য একাডেমী’ পুরস্কার প্রাপ্ত কবি অভিমূন্য মাহাতো ৷ লেখক বই টি তার বাবা ও স্কুলেরর মাস্টার মশাই সব্যসাচী মাহাতো কে উৎসর্গ করেছেন ৷

Advertisement
Advertisement

Related Articles

Back to top button