নিউজরাজ্য

বুলবুল ক্ষতিগ্রস্তে রাজ্যকে সব ধরনের সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

Advertisement
Advertisement

অরূপ মাহাত: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গতকাল সন্ধ্যায় আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায়। পূর্ব মেদিনীপুরের উপকূল অঞ্চল ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলভাগ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীঘা, মন্দারমনি, শঙ্করপুর এলাকায় আমন চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Advertisement
Advertisement

সুন্দরবন এলাকার সাগরদ্বীপ, নামখানা, বকখালি এলাকায় সরাসরি আছড়ে পড়েছিল বুলবুল। এই এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। অসংখ্য বাড়ি ভেঙে গেছে ঝড়ের দাপটে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে সাধারণ মানুষ। সরকারের তরফে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। ফলে সাধারণ মানুষের প্রয়োজনে রাজ্যকে সব ধরনের সাহায্য করার আশ্বাস দিল কেন্দ্র।

Advertisement

আরও পড়ুন : ‘নন্দীগ্রাম দিবসে’ শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
Advertisement

বুলবুল বিধ্বস্ত এলাকার জনজীবন স্বাভাবিক করতে কেন্দ্রের তরফে সব ধরনের সাহায্যের আশ্বাস দিল প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইটের উত্তর দিতে গিয়ে আজ একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বিপর্যস্ত এলাকার পুনর্গঠন ও জীবনযাত্রা স্বাভাবিক করতে ত্রাণ সামগ্রী ও আর্থিক অনুদান দিয়ে সাহায্য করার আশ্বাস দিয়েছে কেন্দ্র।

Advertisement

Related Articles

Back to top button