সাধারণ মানুষের কথা ভেবে টালা ব্রিজ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল পূর্ত দপ্তর। টালা ব্রিজ পুরোপুরি ভেঙ্গে নতুন ভাবে তৈরি হবে কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। তবে আজ বৃহস্পতিবার, ওই এলাকায় মাটি পরীক্ষা এবং ম্যাপিং করার নির্দেশ দিয়েছে পূর্ত দপ্তর। ১৪ দিনের মধ্যে ওই রিপোর্ট জমা দিতে হবে পূর্ত দফতরে। আগামী দিনে যে সংস্থা টালা ব্রিজের ওপর কাজ করবে তাদের যাতে কোন অসুবিধা না হয় সেইজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।