দেশনিউজ

পার্টির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন চৌতালা, মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার আগে নতুন জল্পনা

Advertisement
Advertisement

ত্রিশঙ্কু হরিয়ানা বিধানসভার দখল নিতে ছক কষছে পব পক্ষই। তবে পাল্লা ভারী বিজেপির। জেজেপি ও আইএনএলডি-র সমর্থন বিজেপির দিকে থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহল। অবস্থা বুঝে আক্রমণাত্মক সুর কংগ্রেসের গলায়। জাতীয় মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, আমরা অনেক দিন থেকেই বলে আসছি জেজেপি ও আইএনএলডি আসলে বিজেপির বি টিম।

Advertisement
Advertisement

তবে এবার প্রাক্তন বিএসএফ কর্মী তেজ বাহাদুর যাদব আক্রমণ করলেন তাঁর দল জেজেপি-কে। একইসাথে ঘোষণা করলেন দল ছাড়ার কথা। হরিয়ানায় বিজেপি ও জেজেপি-র জোটের কারনেই তিনি দল ছাড়ছেন বলে জানালেন তিনি। জেজেপি-কে বিজেপির বি টিম আখ্যা দিয়ে এদিন তিনি বলেন, চৌতালা হরিয়ানার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। জেজেপি-তে যোগ দেওয়া তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বলেও জানান তিনি।

Advertisement

প্রসঙ্গত, ২০১৭ সালে বিএসএফ থেকে তেজ বাহাদুর যাদবকে বহিষ্কার করা হয়েছিল। মাত্র একমাস আগে তিনি জেজেপি-তে যোগ দিয়েছিলেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button