দেশনিউজ

আগামী ৫-৬ দিন আরও ভয়ংকর, সেই ছবি ধরা পড়ল NASA-র স্যাটেলাইটে

Advertisement
Advertisement

বিগত একমাস ধরে উত্তর, মধ্য ও পশ্চিম ভারতে ক্রমাগত বেড়ে চলেছে তাপমাত্রা। কিছু জায়গায় তা পৌঁছে যাচ্ছে ৫০ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপপ্রবাহ চলবে আরও পাঁচ ছয় দিন, এমনটাই জানিয়েছে দিল্লির মৌসম ভবন। গত মঙ্গলবার রাজধানী দিল্লিতে তাপমাত্রা ছিল ৪৭.৬ ডিগ্রি সেলসিয়াস, একই দিনে রাজস্থানের চুরুতে তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস, যা গত ১০ বছরে ওই জেলার দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা।

Advertisement
Advertisement

এছাড়া বিগত পাঁচ দিন ধরে উত্তর ও মধ্য ভারতে তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৪৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বিগত কয়েকদিনের ভারতের উত্তর, পশ্চিম ও মধ্যভাগে এমন গরমের দাপটের ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে নাসার স্যাটেলাইটে। তবে দিল্লির মৌসম ভবনের আবহাওয়াবিদেরা বৃহস্পতিবার জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্জার হাত ধরে উত্তর ভারতে গরমের দাপট কমবে বলে মনে করা হচ্ছে। হতে পারে ঝড়বৃষ্টি, যার ফলে গরমের প্রকোপ থেকে মুক্তি পাবে উত্তর ভারত।

Advertisement

একেই দেশ জুড়ে লক ডাউন, পঙ্গপালের হানা, তার মাঝে তাপমাত্রার অস্বাভাবিক বাড়বাড়ন্তে নাজেহাল মানুষ। গরমের দাপটের ফলে যেসমস্ত পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরছেন তাঁদের অসুবিধায় পড়তে হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button