কৌশিক পোল্ল্যে: বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার প্রতিবারই নতুন কিছু না কিছু দর্শকদের সামনে উপস্থাপন করেন। উপহারস্বরূপ দর্শকরাও সাদরে গ্রহন করেন অক্ষয়ের সেই সমস্ত কীর্তিকলাপ।
এবার কী করে বসলেন ক্যাটরিনা! অক্ষয়কে একেবারে ঝাড়ু দিয়ে মারলেন। একবার নয়, দু-দুবার। হাসিমুখেই অক্ষয় করলেন এই ভিডিও। ছবির ক্যাপশনে লেখা ‘স্বচ্ছভারত’।
আরও পড়ুন : ‘হট অ্যান্ড বোল্ড’ লুকে মধুমিতা, দেখুন ভিডিও
ভিডিয়োতে ক্যাটরিনা কাইফ হাসিমুখে মেঝেতে ঝাঁট দিচ্ছিলেন। অক্ষয় কুমার এসে তিনি কী করছেন তা জিজ্ঞেস করাতে ক্যাট তাকে সরে যেতে বলেন এবং ঝাড়ু দিয়ে মারতে থাকেন।
এই ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন অক্ষয়। মোদ্দাকথা এটিও এক ধরনের প্রমোশন। কারন অক্ষয় বর্তমানে রোহিত শেট্টির আসন্ন প্রজেক্ট ‘সূর্যবংশী’র কাজে চরম ব্যস্ত রয়েছেন। ছবির সেট থেকেই একটি সুন্দর বার্তা তিনি সকলকে দিতে চেয়েছেন, তা হল স্বচ্ছ ভারতের বার্তা। এই মর্মেই ক্যাটরিনা মেঝে পরিষ্কার করছিলেন। এখন দেখুন অক্ষয় ও ক্যাটের সেই মজাদার ও শিক্ষামূলক ভিডিয়োটি।