জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

নতুন জুতো পরে পায়ে ফোস্কা পড়ছে, জেনে নিন কি করবেন!

Advertisement
Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : নতুন জুতো পরলে অনেকেরই পায়ে ফোস্কা পড়ে। নতুন জুতো পরে কয়েক ঘন্টা হাটলেই পায়ে ফোস্কা পড়ে। একবার ফোস্কা পড়লে পরবর্তী ২-৩ দিন হাঁটা চলা করাটাই মুশকিল হয়ে পড়ে। এই অবস্থায় ঘরোয়া কয়েকটি উপায়ে চটপট ফোস্কা সারিয়ে তোলা যায়। দেখে নিন এমনই কিছু উপায়-

Advertisement
Advertisement

১. নতুন জুতোর ঘষায় ফোস্কা পড়লে ফোস্কার উপরে একটু মধু ঘষে নিন। দেখবেন ফোস্কা দ্রুত শুকিয়ে যাবে।

Advertisement

২. নতুন জুতো পরার আগে পায়ে ভালো করে সরষের তেল বা নারকেল তেল মেখে নিন। এতে ফোস্কা পড়ার চান্স অনেকটাই কমে যাবে।

Advertisement
Advertisement

৩. জুতোর যে জায়গা গুলো শক্ত, অর্থাৎ যে জায়গা গুলোর জন্যে ফোস্কা পড়তে পারে সেই জায়গা গুলোতে একটু ভেসলিন লাগিয়ে রাখুন। এতে ফোস্কা পড়ার ঝুঁকি অনকেটাই কমে যাবে। এছাড়া জুতোর শক্ত জায়গায় টেপ দিয়ে স্পঞ্জও লাগাতে পারেন, তাতেও ফোস্কা পড়ার ঝুঁকি কমবে।

৪. ফোস্কার জায়গায় অ্যালোভেরার জেল লাগান, এতে ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

৫. সামান্য জলের সঙ্গে কিছুটা আটা গুলে থকথকে অবস্থায় ফোস্কার উপর লাগান। এতে ফোস্কা তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

৬. ফোস্কা পড়লে ভুলেও সেই ফোস্কা ফাটিয়ে দেবেন না। আর ভুল করে যদি ফেটেও যায়, সেখানে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে রাখবেন।

Advertisement

Related Articles

Back to top button