টেক বার্তা

Pure EV ভারতের বাজারে নিয়ে এলো নতুন ePluto 7G Pro ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম এবং ফিচার বিস্তারিতভাবে

এই নতুন ইলেকট্রিক স্কুটারটি আপনি বেস সস্তার মধ্যেই কিনতে পারেন

Advertisement
Advertisement

পিওর ইভি ভারতের সবথেকে বড় কয়েকটি ইলেকট্রিক ভেহিকেল কোম্পানির মধ্যে একটি হয়ে উঠেছে। সম্প্রতি এই কোম্পানিটি তাদের নতুন ইলেকট্রিক ভেহিকেল ePluto 7G লঞ্চ করে দিয়েছে। এটি হতে চলেছে একটি ইলেকট্রিক স্কুটার। জানা যাচ্ছে এই ইলেকট্রিক স্কুটারের একটি নতুন আপডেটেড ভার্সন ভারতের বাজারে আসতে চলেছে খুব শীঘ্রই। এই নতুন ইলেকট্রিক স্কুটারে 7G এর সমস্ত ফিচার পাবেন এবং তার সাথেই পেয়ে যাবেন কিছু নতুন ফিচার। সেই কারণেই এই ইলেকট্রিক স্কুটারের নাম দেওয়া হয়েছে 7G Pro। এই ইলেকট্রিক স্কুটার পাওয়া যাচ্ছে, তিনটি রঙে, ম্যাট ব্ল্যাক, গ্রে এবং হোয়াইট।

Advertisement
Advertisement

এই ইলেকট্রিক স্কুটারের মোটরের পাওয়ার হলো ১.৫ কিলোওয়াট। এছাড়াও এই মোটরটি ২.৫ কিলোওয়াট এমসিইউ এবং CAN ভিত্তিক চার্জারের মোটরের সাথে আপনি পাবেন। এই স্কুটারে ব্যবহার করা হয়েছে ৩.০ কিলোওয়াট ঘন্টা ১৫৬ সার্টিফাইড একটি ব্যাটারি প্যাক। এছাড়াও কোম্পানি ইলেকট্রিক বাইক ইকো ড্রাফটের প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ হল ৯০ থেকে ১২০ কিলোমিটার। অর্থাৎ একবার চার্জ দিলে আপনি ১২০ কিলোমিটার পর্যন্ত যেতে পারেন 7G ইলেকট্রিক স্কুটারে। অন্যদিকে, 7G Pro ইলেকট্রিক স্কুটারটি কিনলে আপনি পাবেন ১০০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ। এই দুটি ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় ৬০ কিলোমিটার বা তার কিছুটা বেশি।

Advertisement

এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম মূল্য ৯৪,৯৯৯ টাকা। এই ইলেকট্রিক স্কুটার আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করতে পারেন। এছাড়াও, জানা যাচ্ছে এই ইলেকট্রিক স্কুটার আপনি সামনের মাস থেকেই ডেলিভারি পেয়ে যাবেন। সব মিলিয়ে যদি আপনার ইলেকট্রিক স্কুটার কেনার একটা স্বপ্ন থাকে তাহলে এই ইলেকট্রিক স্কুটার আপনার জন্য সবথেকে ভাল পছন্দ হতে পারে। এই ইলেকট্রিক স্কুটারে যেমন রেঞ্জ আপনি পাবেন তেমনি ইঞ্জিন স্পেসিফিকেশন খুবই ভালো। সবমিলিয়ে ভারতীয় বাজারে নতুন করে জনপ্রিয়তা পেতে প্রস্তুত পিওর ইভি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button