জ্যোতিষ

এই ৪ রাশির জাতক জাতিকারা আজকের গ্রহন দ্বারা উপকৃত হবেন

Advertisement
Advertisement

গ্রহণের একটি নিজেস্ব মহত্ব রয়েছে। গ্রহণের সময় কোনো আহার করা বরণ। সূর্য্য গ্রহণের ফলে বিভিন্ন রাশির গ্রহের পরিবর্তন ঘটতে পারে ও তার ফলে রাশির জারিকেদের ওপর এর এক প্রভাব থাকে। আসুন জানা জল আজকের গ্রহণের জন্যে কোন রাশির ওপর কি প্রভাব পড়তে পারে। আজকে এই বছরের দ্বিতীয় সূর্য্য গ্রহণ।

Advertisement
Advertisement

এবার কার্তিক অমাবস্যায়, আজ ২৫ অক্টোবর চিত্রা ও স্বাতী নক্ষত্রে সূর্যগ্রহণ হবে। ভারতে সূর্যগ্রহণ দেখা যাবে, তাই এই গ্রহনের ধর্মীয় গুরুত্ব থাকবে। আজ সকাল থেকে ভারতে সূতক পর্ব শুরু হয়েছে। আসুন আমরা আপনাকে বলি যে 25 অক্টোবর, কার্তিক অমাবস্যা হল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের যোগফল। বিভিন্ন রাশিচক্রের উপরও গ্রহনের প্রভাব পড়বে। এই গ্রহন কিছু রাশির জন্য খুবই শুভ এবং কিছু রাশির জন্য অশুভ। বৃষ, সিংহ, ধনু এবং মকর রাশির জাতক জাতিকারা এই গ্রহন দ্বারা খুব উপকৃত হবেন। যে রাশির জাতক জাতিকাদের এই গ্রহনের তৃতীয়, ৬ষ্ঠ, ১০ম ও ১১তম ঘরে গ্রহন হয়, তারা বিশেষ শুভ ও উপকার পাবেন। প্রথম, চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ ঘরে (1, 4, 8, 12) গ্রহনের প্রভাব থাকবে, তারা বিশেষ সমস্যায় ভোগেন।

Advertisement

বাকি রাশি যাদের গ্রহন দ্বিতীয়, পঞ্চম, সপ্তম ও নবম ঘরে, তাদের কোথাও না কোথাও কিছু সমস্যা ঘটতে চলেছে। ভারত ছাড়াও মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর, উত্তর ভারত মহাসাগরে এই গ্রহন দেখা যাবে। ভারতীয় মান সময় অনুযায়ী 25 অক্টোবর বিকেল 4:42 টা থেকে 5:22 পর্যন্ত এই গ্রহনটি দেখা যাবে, বা এর মাঝখানে গ্রহন শুরু হবে এবং এই গ্রহণের সময়সীমা হল ৪০, এর পরেই এই গ্রহণ শেষ হবে।

Advertisement
Advertisement

এই প্রতিবেদনের বা বিজ্ঞাপন লিখিত জ্যোতিষ শাস্ত্রের তথ্যের ওপর নির্ভর করে লেখা। কাউকে আঘাত করার উদ্দেশ্যে নয়, কোনো কিছু বিশ্বাসের পূর্বে নিজস্ব বিচার বুদ্ধির উপর জোর দেওয়া ভালো ও বিশেষজ্ঞের সাথে পরামর্শ করাও ভালো।

Advertisement

Related Articles

Back to top button