অফবিট

মা বাঘিনী হাটছে তার ছোট্ট বাচ্চাদের সাথে, ভারতে বাড়ছে বাঘের সংখ্যা

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি : ভারতের জাতীয় পশু বাঘ। অন্যান্য জীব জন্তু দের মতন তার সংখ্যাও বিপন্ন হতে বসেছে। চোরা শিকারিদের অত্যাচারে তাদের জীবনও শেষ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি সম্প্রতি ছবি দেখে পুরো ভাবনাচিন্তা টাই পাল্টে গেছে। ছবিটিতে একটি মা বাঘিনী তার সন্তানদের নিয়ে বোনের মধ্যে দিয়ে বেশ হেলে-দুলে হেঁটে যাচ্ছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন : প্লাস্টিকের প্লেট এর জায়গায় শালপাতার থালা বানিয়ে, অর্থনৈতিকভাবে সাবলম্বী হচ্ছে মহিলারা

Advertisement

এখন পূর্ণবয়স্ক বাঘের সংখ্যা প্রায় দুই হাজারেরও বেশি। ভারতীয় বনদপ্তর এর অফিসার পারভিন কাসোয়ান এই ছবিটি শেয়ার করেছেন। এবং নিচে লেখা ছিল ‘this is a magical picture.’ তবে সত্যিই অসাধারণ এটি। বাঘটিকে দেখা গেছে তরাই অঞ্চলের। ছবিটি দেখে একজন লিখেছেন তোরাই ভৌগলিক দিক থেকে এবং পরিবেশের দিক থেকে অসাধারন একটি জায়গা।

Advertisement
Advertisement

আরও পড়ুন : প্লাস্টিক এড়িয়ে যান, তৈরি হল বাঁশের বোতল

সেখানে আবার বাঘের সংখ্যা বৃদ্ধি এটিকে আরও অসাধারণ করে তুলবে। এ রিপোর্ট অনুযায়ী, ভারতে বাঘের জন্য উপযুক্ত বসতি তৈরি করা গেছে এমনটাই জানানো হয়েছে। বন্যপ্রাণী এবং বনের পরিবেশকে বজায় রাখার দায়িত্ব আমাদেরই। সোশ্যাল মিডিয়া এই ছবিটি দেখে কবি হয়তো তখনই বলে উঠবেন ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’।

Related Articles

Back to top button