ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সেভিংস অ্যাকাউন্টে যত টাকা, তত বেশি সুদ, গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল এই ব্যাঙ্ক

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই মুহূর্তে গ্রাহকদের দারুন সুদের অফার দিচ্ছে

Advertisement
Advertisement

আপনি যদি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একজন গ্রাহক হন তাহলে এই খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি এই ব্যাংকে সেভিংস ব্যাংক একাউন্ট খোলেন তাহলে আপনার জন্য এই মুহূর্তে দারুণ রিটার্নের পরিকল্পনা রয়েছে। সর্বোচ্চ চার শতাংশ রিটার্ন দিচ্ছে এই বিশেষ ব্যাংকটি। এই মুহূর্তে নতুন সুদের হার কার্যকর করেছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০ নভেম্বর থেকে এই নতুন সুদের হার কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছে ইউবিআই।

Advertisement
Advertisement

নতুন সুদের হার অনুযায়ী ব্যাংক ৫০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় একাউন্টে ব্যালেন্সে ২.৭৫ শতাংশ পর্যন্ত সুদের হার নির্ধারণ করেছে। অন্যদিকে ৫০ লক্ষ থেকে ১০০ কোটি টাকার ব্যালেন্সের স্ল্যাবের উপরে ২.৯০ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করে থাকে। অন্যদিকে ১০০ কোটি থেকে ৫০০ কোটি টাকা জমার উপরে ৩.১০ শতাংশ পর্যন্ত রিটার্ন দেবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অন্যদিকে ৫০০ কোটি থেকে ১০০০ কোটি টাকার ব্যালেন্সের স্ল্যাবের উপরে ৩.৪০ শতাংশ সুদের হার অফার করে। অন্যদিকে ১ হাজার কোটি টাকার উপরে সেভিংস ব্যাংক একাউন্টের উপরে ৪ শতাংশ সুদের হার অফার করা হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। প্রতিবছর এপ্রিল জুলাই অক্টোবর এবং জানুয়ারি মাসে ভিত্তিতে গ্রাহকদের একাউন্টে সুদ দিয়ে থাকে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisement

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৩০ সেপ্টেম্বর ২০২৩-এ শেষ হওয়ার দ্বিতীয় কোয়ার্টারে ৯০ শতাংশ অতিরিক্ত মুনাফা অর্জন করেছে। এই মুহূর্তে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুনাফা হয়ে দাঁড়িয়েছে ৩৫১১ কোটি টাকা। অন্যদিকে গত বছর এই মুনাফা ছিল ১৮৪৮ কোটি টাকা। অর্থাৎ হিসাব মতো প্রায় ৯০% বেড়ে গিয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুনাফার পরিমাণ। তাই এবারে, গ্রাহকদেরকেও নতুন করে রিটার্ন দেওয়ার পরিকল্পনা করল ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button