টেক বার্তা

সামনের মাসেই লঞ্চ হচ্ছে ৩০০ কিলোমিটার রেঞ্জ বিশিষ্ট টাটা ইলেকট্রিক গাড়ি, কিলার লুকের সাথে পেয়ে যাবেন দুর্দান্ত ফিচার

এই নতুন গাড়িটি সরাসরি MG এবং Hyundai এর মতো কোম্পানির সঙ্গে মোকাবিলা করবে

Advertisement
Advertisement

আপনি যদি এই মুহূর্তে একটি নতুন ইলেকট্রিক ভেহিকেল কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আর কিছুদিন অপেক্ষা করে যান। কারণ টাটা মোটরস সস্তা দামে ভারতের বাজারে আনতে চলেছে একটি বিশেষ ইলেকট্রিক ভেহিকেল। প্রকৃতপক্ষে মারুতি সুজুকি , হিউন্ডাই মোটরস ইন্ডিয়ার পরে টাটা মোটরস হতে চলেছে তৃতীয় কোম্পানি যেটি সর্বাধিক সংখ্যক গাড়ি বিক্রি করে ভারতে। কিন্তু বর্তমানে ইলেকট্রিক গাড়ির সেগমেন্টে সবার আগে রয়েছে টাটা মোটরস। এই কোম্পানির পোর্টফোলিওতে ৫০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জসহ একটি দারুন ইলেকট্রিক গাড়ি রয়েছে। সাম্প্রতিক সময়ে নেক্সন ফেসলিফট গাড়িটি লঞ্চ হবার পরে, টাটা আবার তার নতুন পরিকল্পনা শুরু করেছে। সম্প্রতি কোম্পানিটি হ্যারিয়ার ইলেকট্রিক ভেহিকেল, টাটা সাফারি এবং টাটা পাঞ্চ নিয়ে আসতে চলেছে মার্কেটে। তবে তার আগে এই দীপাবলির মরশুমে টাটা মোটরস তার বিরাট বড় পোর্টফোলিওতে একটি সাশ্রয়ী মূল্যের গাড়ি যুক্ত করতে চলেছে।

Advertisement
Advertisement

জানা যাচ্ছে ভারতের বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে টাটা কোম্পানির নতুন গাড়ি টাটা পাঞ্চ ইলেকট্রিক মডেল। জানা যাচ্ছে এই গাড়িতে কোম্পানি দুটি ব্যাটারী প্যাক যুক্ত করতে চলেছে। এর মধ্যে একটি হল একটু কম রেঞ্জ বিশিষ্ট এবং দ্বিতীয়টি ৩৫০ কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে চলেছে আপনাকে। এই দুটি ব্যাটারি প্যাক এর মাধ্যমে আপনি দুর্দান্ত রেঞ্জ এবং দারুণ সার্ভিস পেয়ে যাবেন এই গাড়ির মাধ্যমে। সূত্রের খবর, এই টাটা পাঞ্চ EV গাড়িতে আপনারা টিয়াগো EV গাড়ির সম্পূর্ণ পাওয়ার ট্রেন পেয়ে যাবেন। এই গাড়িতে আপনারা পাবেন ৭৪ BHP ইলেকট্রিক মোটর এবং তার সাথেই থাকবে ১৯.২ কিলোওয়াট ঘন্টা ব্যাটারী প্যাক। অন্যদিকে, আপনারা ৬১ BHP ইলেকট্রিক মোটরের সাথে ২৪ কিলোওয়াট ঘন্টা ব্যাটারি প্যাক অপশনও পেয়ে যাবেন। এই ইলেকট্রিক গাড়িটি ৩০০ কিলোমিটারের রেঞ্জ অফার করে।

Advertisement

এই নতুন টাটা পাঞ্চ ইভিতে আপনি পেয়ে যাবেন বেশ কিছু দুর্দান্ত ফিচার। এখানে আপনি পেয়ে যাবেন একটি সাত ইঞ্চি টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি ইলেকট্রিক সানরুফ, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অটো এসি, অটোমেটিক হেডলাইট, ওয়াইপার ক্রুজ কন্ট্রোল, এবং ৩৬০ ডিগ্রী ক্যামেরা ফিচার। জানা যাচ্ছে এই নতুন গাড়িটি সামনের মাসেই লঞ্চ করতে চলেছে টাটা মোটরস। এই গাড়িটির দাম অন্যান্য ইলেকট্রিক গাড়ির তুলনায় একটু কম হবে। টাটা মোটরস এর এই নতুন গাড়ির সরাসরি মোকাবিলা হবে MG COMET EV এবং CITROEN eC3 এর মতো মডেলের সঙ্গে। জানা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই হুন্ডাই কোম্পানিটিও তাদের নতুন ইলেকট্রিক গাড়ি বাজারে আনতে চলেছে। এটি হতে চলেছে তাদের নতুন HYUNDAI EXTER EV। তবে টাটা মোটরসের এই গাড়িটি কিন্তু HYUNDAI গাড়ির থেকে অনেকটা সস্তাতেই লঞ্চ হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button