ক্রিকেটখেলা

ক্রিকেট জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি এই ক্রিকেটার

Advertisement
Advertisement

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান স্যার এভার্টন উইকস প্রয়াত হয়েছেন৷ বুধবার অ্যান্টিগাতে তার নিজের শহরেই জীবনাবসান হয় তারকা এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানের৷ মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। আগের বছর থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি৷

Advertisement
Advertisement

অবশেষে বুধবার তিনি পরলোকগমন করেন৷ সেঞ্চুরির পাঁচ কদম আগেই থামেন তিনি। উইকস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের একজন অন্যতম ব্যাক্তিক্ত হিসেবে আত্মপ্রকাশ করেন৷ ওয়ালকট, ফ্র্যাঙ্ক ওরেল এবং উইকস এই তিনজনকে একত্রে ‘দ্য থ্রি ডব্লিউস’ বলে ক্রিকেট বিশ্ব চিনতো।

Advertisement

তার ক্যারিয়ারে উইকস ৪৮ টি টেস্ট ম্যাচ খেলেছে এবং ইনিংস প্রতি ৫৮.৬১ গড়ে ৪,৪৫৫ রান করেন। এর মধ্যে ১৯৪৮ সালে টানা পাঁচটি সেঞ্চুরির রেকর্ড রয়েছে তাঁর – জামাইকাতে ইংল্যান্ডের বিপক্ষে ১৪১ স্কোর, তারপরে ভারতে ১২৮, ১৯৪, ১৬২ এবং ১০১ রানের রেকর্ড করেন। মাদ্রাজে তার পরবর্তী ইনিংসে, তিনি বিতর্কিতভাবে রান আউট হওয়ার সময় ৯০ রান করেছিলেন। তার পাশাপাশি ১৫টি সেঞ্চুরির মালিক উইকস৷ ব্যাট হাতে তার টাইমিং ছিল দেখবার মতো। ক্রিকেটপ্রেমীরা তাকে এই কারনে অত্যন্ত পছন্দ করেন৷ তাঁর মৃত্যুতে অনিল কুম্বলে সহ অন্যান্য ক্রিকেট তারকা টুইট করে শোকপ্রকাশ করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button