সকালে ঘুম থেকে উঠেই বাইরের বৃষ্টি দেখে নিজেকে সামলাতে পারলেন না নায়িকা শ্রিয়া সরেন। ঘুম থেকে উঠে বাইরে চোখ দিতেই মুসলধারে বৃষ্টি। রাতের ছোট্ট পোশাক পরেই বারান্দায় দৌড়ে যান৷ তারপর বৃষ্টিতে শুরু হল সুন্দরী শ্রিয়া সরেনের নাচ। ভিডিওটি শ্রিয়া সরেন নিজেই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷ আর সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷