ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আগামী ৫ বছর মানুষকে একেবারে বিনামূল্যে রেশন দেবে সরকার, জানুন সরকারের সব পরিকল্পনা

সরকারি নিয়ম অনুযায়ী এবার থেকে আরো বেশি করে রেশন পাওয়া যাবে

Advertisement
Advertisement

এখনকার দিনে ভারতের অন্যতম একটা পরিষেবা হলো রেশন পরিষেবা। ভারতে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন তাদের সুরক্ষার এবং সুবিধার জন্য এই রেশন ব্যবস্থা নিয়ে এসেছে ভারত সরকার। এই সুবিধা পুরোপুরিভাবে কেন্দ্রীয় সরকারের একটা সুবিধা এবং ভারতের প্রতিটি মানুষ এই সুবিধার জন্য দাবি করতেই পারেন। এই সুবিধার মাধ্যমে প্রতি মাসে মানুষকে খুব কম দামে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। ভারতের মানুষজন এত কম দামের খাদ্য সামগ্রী পান যে অনেককে হয়তো বাইরে থেকে আর কিছু কিনতেই হয়না। রেশনের জিনিস দিয়েই কাজ হয়ে যায়। তবে কোন গ্রাহক কতটা পরিমাণে খাদ্য সামগ্রী পাবেন সেটা নির্ভর করবে সেই গ্রাহকদের কার্ডের ধরনের উপরে।

Advertisement
Advertisement

তবে এবারে এই রেশন ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা করে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান মন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার হিসাবে আগামী ৫ বছরের জন্য ভারতের মানুষকে একেবারে বিনামূল্যে সব খাদ্য সামগ্রী দিতে চলেছে সরকার, এমনটাই জানিয়েছেন মোদি। ২০২০ সাল থেকে ভারতের সাধারণ মানুষের জন্য এই রেশন প্রকল্পের সুবিধা নিয়ে এসেছিল সরকার। তখন থেকেই একেবারে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া শুরু করেছিলো সরকার। এরপর আগামী কয়েক বছরের জন্যও এই নিয়ম চালু থাকে। আর এই বিষয়টিকে এবারে বৃদ্ধি করতে চলেছে সরকার। আগস্ট মাসে জানানো হয়েছিল আরো ৩ মাসের জন্য এই সুবিধা চালু রাখবে সরকার। তবে এবারে জানানো হয়েছে, আরো ৫, বছরের জন্য ভারতের মানুষ পাবেন একেবারে বিনামূল্য সমস্ত খাদ্য সামগ্রী।

Advertisement

জানা যাচ্ছে, আগামী ১ জানুয়ারি ২০২৪ থেকে এই নতুন বৃদ্ধি কার্যকর হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৮ সালের ৩১ ডিসেম্বর অবধি এই প্রকল্প চালিয়ে যাবে সরকার। এমনিতেই আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের লোকসভা নির্বাচন। গতকাল আবার ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে ৩ জেলায় জিতেছে বিজেপি। কংগ্রেসের হাত থেকে চলে গিয়েছে রাজস্থান ও ছত্তিশগড়ের ক্ষমতা। এমনিতেই মধ্যপ্রদেশে ক্ষমতায় আছে বিজেপি। এর ফলে বলাই যায়, নির্বাচনের আগে বেশ কিছুটা এগিয়ে আছে NDA। তাই এবারে এই অগ্রগতিকে আরো ত্বরান্বিত করতে জোরকদমে চেষ্টা করবে বিজেপি। সরকারি সূত্রের খবর, আগামী স্পেলে ৮১ কোটি ৩৫ লক্ষ উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে, এর ফলে কেন্দ্রের অতিরিক্ত ১১.৮ লক্ষ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button