Today Trending Newsদেশনিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের খুঁটিনাটি

Advertisement

আগামীকাল প্রথমবার ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩৬ ঘন্টার সফরে কাল আহমেদাবাদে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামের উদ্বোধন করবেন তিনি, সেখান থেকে যাবেন দিল্লি। সেখানেই দুই নেতার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক হবে। সোমবার ও মঙ্গলবার মিলে মোট ৩৬ ঘন্টা ভারতে থাকবেন ট্রাম্প। সোমবার সকাল ১১.৪০ মিনিট নাগাদ আহমেদাবাদ বিমানবন্দরে নামবে ট্রাম্পের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান। স্ত্রী মেলানিয়া ট্রাম্প সহ মার্কিন প্রেসিডেন্টের সাথে থাকবেন মোট ১২ জন। বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সেখানেই ট্রাম্পকে গার্ড অফ অনার সম্মান দেওয়া হবে। এরপর বিমানবন্দর থেকে বেরিয়ে নরেন্দ্র মোদী এবং ট্রাম্প ২২ কিলোমিটার পথ রোড শো এর মাধ্যমে সর্দার প্যাটেল স্টেডিয়ামে যাবেন ট্রাম্প। পুরো পথে সুরক্ষায় মোতায়েন থাকবেন ১০ হাজার সেনা। সোয়া ১২ টার সময় ট্রাম্প সবরমতী আশ্রমে যাবেন, সেখানে কিছু সময় কাটাবেন।

আরও পড়ুন : ট্রাম্প ভারতে আসার আগেই ভেঙে পড়লো VVIP গেট, দেখুন ভিডিও

এরপর দুপুর ১.০৫ মিনিটে ট্রাম্পের হাতে উন্মোচিত হবে নতুন ভাবে সেজে ওঠা মোতেরা স্টেডিয়াম। সেখানেই এরপর হবে নমস্তে ট্রাম্পের অনুষ্ঠান। ১.১০ লক্ষ মানুষ সেখানে উপস্থিত থাকবেন। সেখান থেকে বিকেল সাড়ে পাঁচটায় স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সাথে তাজমহল দেখতে আগ্রা যাবেন ট্রাম্প। সেখানে তাদের স্বাগত জানাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাড়ে সাতটায় তাজমহল দেখে দিল্লিতে গিয়ে রাত ৯.৩০ এ প্রধানমন্ত্রীর সাথে স্পেশাল ডিনার সারবেন ট্রাম্প।

ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট থাকবেন দিল্লির আইটিসি মৌর্য হোটেলে। সেখানে তার জন্যে বিশেষ ‘চাণক্য স্যুইট’ এর ব্যবস্থা করা হয়েছে হোটেলের তরফে। হোটেলের ১৪ তলায় থাকবেন মার্কিন প্রেসিডেন্ট। এখানেই রাতে থেকে দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট।

Related Articles

Back to top button