টেক বার্তা

আগামী ১৮ মাসে আসছে দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি, রেঞ্জ হবে ২৫০ কিমি

ব্যাটারির দাম কমায় এই ইলেকট্রিক গাড়ি ৫ লাখ টাকার রেঞ্জে আসবে

Advertisement
Advertisement

বর্তমানে বিশ্বের বেশিরভাগ অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইলেকট্রিক গাড়ি তৈরীর ওপর জোর দিচ্ছে। পেট্রোল ও ডিজেলের সীমিত পরিমাণ এবং পরিবেশ দূষণ রোধ করতে আমাদের ভবিষ্যৎ ইলেকট্রিক গাড়ি। এর ফলে দেশে আসছে একের পর এক নতুন নতুন ইলেকট্রিক গাড়ি। প্রত্যেকটি কোম্পানি বাজেট মূল্যে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার চেষ্টা করছে। এই গাড়ির দাম ICE গাড়ির তুলনায় সমান হবে। এরফলে যেই গাড়ি আসবে সেই গাড়ি ৫ লাখ টাকার রেঞ্জে আসবে।

Advertisement
Advertisement

এই প্রসঙ্গে টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবাইলিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্যাটারির খরচ প্রতি কিলোওয়াট ঘণ্টায় ১৩০ ডলার বা ১০,৮০০ টাকায় নেমে আসবে। এরফলে আগামী ১৮ মাসের মধ্যে ২৫০ কিমির রিয়েল রেঞ্জসহ বৈদ্যুতিক গাড়ি আসবে। এই গাড়ির দামও ICE গাড়ির মত হবে। আপনারা আগামী দুই বছরের মধ্যে এই গাড়ি পেয়ে যাবেন।

Advertisement

আসলে টাটা কোম্পানি LFP ব্যাটারিপ্যাক ব্যবহার করে থাকে। কাঁচামালের দাম কমার জন্য এই গাড়ির দাম অনেক কমে যাবে। বর্তমানে আমদানির খরচ ও ব্যাটারির দামের জন্য গাড়ির দাম ওই ICE গাড়ির তুলনায় ২৫-৩৫% বেশি হবে। তবে এবার সেইখাতেই কাজ করছে কোম্পানি। Tiago EV গাড়ির ওপর এই নিয়ে কাজ চলছে। তাই কোম্পানি সমস্ত ICE মডেলে বৈদ্যুতিক বিকল্প দিতে চলেছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button