Today Trending Newsনিউজরাজ্য

শীত ও কুয়াশা জুটি দাপট দেখাচ্ছে রাজ্যবাসীকে

Advertisement
Advertisement

সকাল সকাল কম্বল ছেড়ে উঠতে কষ্ট হলেও শীতের সঙ্গে ঘন কুয়াশার জুটি ভালোই উপভোগ করছেন শহরবাসী। তার উপর আজ রবিবার। ছুটির আমেজ, পর্যটনস্থল গুলিতে বেশ ভিড় বাড়ছে ইতিমধ্যেই। কমলালেবু- পিকনিক- বড়দিন – কেক এসব আনন্দের সঙ্গে শীতের জমজমাট বন্ধুত্ব না হলে ঠিক মানায় না। এবছর একটু দেরিতে হলেও এখন শীতের চাদরে মুড়ে আছে রাজ্য।

Advertisement
Advertisement

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম এবং সর্বনিম্ন ১২.৪ ডিগ্রী। আগামী ৪৮ ঘন্টা তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে সঙ্গে থাকবে ঘন কুয়াশাও। আরব সাগরের নিম্নচাপ অক্ষরেখা ও নতুন পশ্চিমী ঝঞ্ঝার কারণে বড়দিনে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা আছে।

Advertisement

আরও পড়ুন : হেঁটে ফেরার মত অবস্থা থাকবে না, পার্টি অফিসে গেলে যেন স্ট্রেচার নিয়ে যায়, পড়ুয়াদের হুঙ্কার দিলীপ ঘোষের

Advertisement
Advertisement

এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের কাছে পৌঁছালে বাংলায় জলীয়বাষ্প ঢুকতে পারে যার জেরে ২৭-২৮ ডিসেম্বর হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বৃষ্টি হলে শীত আরো বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘন কুয়াশার কারণে বেশ কিছু বিমান বাতিল হয়েছে। পরিবহন দপ্তর ফগলাইট ছাড়া বাস না চালানোর নির্দেশ জারি করেছেন।

Advertisement

Related Articles

Back to top button