নিউজরাজ্য

‘রাজ্যপাল বিজেপির মুখপাত্র’ নাম না করে রাজ্যপালকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

Advertisement
Advertisement

অরূপ মাহাত: প্রশাসনিক বৈঠক শেষে নবান্ন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন রাজ্যপালকে নজিরবিহীন ভাবে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না রাজ্যপাল জগদীপ ধঙ্কড়ের গায়ে সেঁটে দিলেন ‘বিজেপির মুখপাত্রের’ তকমা। শুধু তায় নয়, রাজ্যে সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন, এমন অভিযোগও শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।

Advertisement
Advertisement

আজকের সাংবাদিক সম্মেলনে মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যপালের পক্ষপাতমূলক ভূমিকা নিয়ে সরব হয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধঙ্কড়েকে একহাত নেনে মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন বিষয়ে রাজ্যপালের অতি সক্রিয় ভূমিকায় যে তিনি খুশি নন সেকথাও এদিন বুঝিয়ে দেন তিনি।

Advertisement

নাম না করে রাজ্যপালকে আক্রমণ করতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ সাংবিধানিক পদে বসে বিজেপির মুখপাত্রের কাজ করছেন। রাজ্যে সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন। কেন্দ্রে ও রাজ্যে কাজ করার নির্বাচিত সরকার রয়েছে সে কথা সবার মনে রাখা উচিত।’

Advertisement
Advertisement

রাজ্যপালের বিভিন্ন জেলা সফর ও প্রোটোকল ভেঙে বিনা আমন্ত্রণে বিভিন্ন জায়গায় যাওয়াকে ভালো চোখে দেখছে না রাজ্য। এই নিয়ে রাজ্যপালের ভূমিকার সমালোচনা করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। তবে, রাজনৈতিক মহলের আশঙ্কা ভবিষ্যতে রাজ্য প্রশাসন ও রাজ্যপালের মধ্যে সংঘাত বাড়ার ঈঙ্গিত দিচ্ছে এই ঘটনা।

Advertisement

Related Articles

Back to top button