Today Trending Newsকলকাতানিউজ

পাঁচ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Advertisement
Advertisement

আবারও সাধারণ মানুষের জন্য জীবনবিমার ব্যবস্থা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী পৌষ সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ পুণ্যার্থীরা। বিগত বছর গুলোতে দেখা গেছে হাজার হাজার মানুষের জন সমাগম ঘটে এই গঙ্গাসাগর মেলায়। অনেক সময় ভিড়ের চাপে আহত হয়েছেন অনেকে, এমনকি প্রাণও গেছে পুণ্যার্থীদের। তাই গঙ্গাসাগরে আসা সাধারণ পুণ্যার্থীদের সুবিধার্থে এবার জীবনবিমা করে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement

গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের জন্য পাঁচ লক্ষ টাকা করে জীবনবিমা করে দেওয়ার ব্যবস্থা করা হলো রাজ্যের তরফে। আগামীকাল থেকেই এই বিমার সুবিধা পাবেন পুণ্যার্থীরা। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীরা এই বিমার সুবিধা পাবেন, এমনই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আরও পড়ুন : দক্ষিণ কোলকাতার এক বিশেষ উড়ালপুলে ফাটল, বন্ধ যান চলাচল

Advertisement
Advertisement

এ প্রসঙ্গে কুম্ভমেলায় কেন্দ্রের বিমা দেওয়ার কথা টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘কুম্ভমেলার জন্য কেন্দ্র সরকার টাকা দেয়। কিন্তু আমাদের গঙ্গাসাগরের মেলার জন্য কিছুই দেন না। এখানকার পুণ্যার্থীদের জন্য সব কিছুর ব্যবস্থা আমরাই করি।’ এরপরই পূর্বতন বাম সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী আরও যোগ করেন যে, ‘এখানে এলে আগে তীর্থকর দিতে হতো। আমার ক্ষমতায় আসার পর তা তুলে দিয়েছি। এখন পুণ্যার্থীদের কোন কর দিতে হয় না।’

Advertisement

Related Articles

Back to top button