Today Trending Newsদেশনিউজ

মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা, কীভাবে ঘটল ঘটনা? জানাল রেল

Advertisement
Advertisement

ঔরাঙ্গাবাদ : শুক্রবার সকালে ভয়াবহ রেল দুর্ঘটনার শিকার হলেন কিছু মানুষ। রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু মানুষ মালগাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন বেশ কয়েক জন শ্রমিক। ভয়াবহ এই রেল দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এলাকায়।

Advertisement
Advertisement

এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছে ভারতীয় রেল। শুক্রবার সকালে এক মালগাড়ি লাইনে যাওয়ার সময় গাড়ির চালক লাইনের উপর কিছু শ্রমিককে হাঁটতে দেখেন। আপদকালীন পরিস্থিতিতে ট্রেন থামানোর চেষ্টা করলেও সফল হননি চালক। ফলে শ্রমিকদের উপর দিয়েই ট্রেনটি চলে যায়। ভারতীয় রেল সূত্রে জানা গেছে, মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পার্ভানি – মন্মাদ সেকশনে। ভারতীয় রেলের এই সেকশনে বাদনাপুর ও কারমাদ স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটেছে।

Advertisement

Advertisement
Advertisement

শ্রমিকদের উপর দিয়ে মালগাড়ি চলে যাওয়ার এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রেল। ভারতীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনায় বেশ কয়েক জন গুরুতর আহত হলেও, এখনও পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নিকটবর্তী ঔরঙ্গাবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে দেশ জুড়ে। ঘটনার বিবরণ দিয়ে ভারতীয় রেল মন্ত্রকের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে বিবৃতি দেওয়ার পর ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা রেলের উদ্যোগ যথাযথ নয় উল্লেখ করে, এমন মর্মান্তিক ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন অনেকেই। রেলের ওই ট্যুইটটিকে রিট্যুইট করে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন অনেকে।

Advertisement

Related Articles

Back to top button