নিউজরাজ্য

ছট পুজোর দিন কলকাতা ঢাকবে কুয়াশায়, কতটা বৃষ্টির সম্ভাবনা?

পশ্চিমের বেশ কিছু জেলায় শীতের আমেজ অনুভূত হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা

Advertisement
Advertisement

রবিবার ছট পূজো আর তার আগেই আনন্দে মেতেছেন অনেকেই। তবে ছট পুজোর দিন কলকাতার আকাশ ঢাকা থাকবে কুয়াশায়। এমনকি আংশিক মেঘলা আকাশ থাকা সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেইভাবে কোন ওয়েদার সিস্টেম আগামী ৫ দিনের জন্য না থাকলেও দুই বঙ্গে শুষ্ক পরিষ্কার আকাশ থাকবে বলে জানানো হয়েছে। মাঝেমধ্যেই আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। দুই বঙ্গের কোথাও তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই আগামী ৫ দিনে।

Advertisement
Advertisement

কলকাতার ক্ষেত্রে মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রীর কাছাকাছি থাকবে। রাতে তাপমাত্রা ২৩ বা ২২ ডিগ্রি কাছাকাছি থাকবে। ছট পুজোর সময় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখনই সেভাবে শীত না পড়লেও পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা কলকাতা থেকে বেশ কিছুটা কম থাকা সম্ভাবনা রয়েছে ফলে পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ থাকবে।

Advertisement

অন্যদিকে কালীপুজোর দিন ঘূর্ণিঝড়ের কারণে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী হয়ে গিয়েছিল। বর্তমানে গভীর রাতে বা ভোরের দিকে তাপমাত্রা যথেষ্ট নিম্নমুখী রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে। তবে জমিয়ে শীত কবে পড়বে সে ব্যাপারে এখনই নিশ্চিত হতে পারছেন না আবহাওয়াবিদরা। জেলায় জেলায় শীতের আমেজ থাকবে সকালে। আগামী কয়েক দিনের তাপমাত্রা একই রকম থাকবে। উপকূলের কাছাকাছি এবং পার্বত্য এলাকায় শিশির বা কুয়াশা হতে পারে। আপাতত ৪-৫ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

Advertisement
Advertisement

অন্যদিকে হাওয়া অফিস জানাচ্ছে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোন কোন জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই দিনাজপুর, কালিম্পং এবং জলপাইগুড়ির আবহাওয়া শুকনো থাকবে। তবে দিপাবলীতে বায়ু দূষণ রোধের মতো এবার ছট পুজোতে জল দূষণ রোধের জন্য বেশ কিছু বিধি নিষেধ আরোপ করতে চলেছে প্রশাসন।

Advertisement

Related Articles

Back to top button