নিউজরাজ্য

নভেম্বরের শেষদিনে তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি, কবে বাংলায় হবে শীতের আগমন? জানালো হাওয়া অফিস

বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস

×
Advertisement

আজকের দিনটা কাটলেই শুরু হয়ে যাবে বছরের শেষ মাস ডিসেম্বর। তবে অন্তিম মাসের দোরগোড়ায় পৌঁছে গেলেও কলকাতায় জাঁকিয়ে শীত এখনও অনুভূত হচ্ছে না। এমনকি নভেম্বর মাসের শেষ দিনেও তাপমাত্রার পারদ নিম্নমুখী হল না। এখন সকলের মনে একটাই প্রশ্ন যে কবে থাকতে জাঁকিয়ে শীত পড়বে এই বঙ্গে? এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ অর্থাৎ বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি ছিল। বেলা বাড়লে তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি স্পর্শ করতে পারে।

Advertisements
Advertisement

আসলে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত্যের প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে গতকাল থেকেই তাপমাত্রা একটু একটু করে বাড়ছে। এছাড়া উত্তরে হওয়ার দাপট কম থাকায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি হয়ে গেছে বলে জানিয়েছেন হাওয়া অফিসের বিশেষজ্ঞরা। আগামী ২৪ ঘন্টায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। গোটা বঙ্গেই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।

Advertisements

তবে কবে থাকতে পড়বে শীত? এই প্রশ্নের উত্তরে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামীকাল বৃহস্পতিবার থেকে হাওয়া বদলের সমূহ সম্ভাবনা রয়েছে। দিন দুয়েক পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবার শীত শীত ভাব অনুভূত হবে। চলতি বছরে নভেম্বর মাসে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৬ ডিগ্রী সেলসিয়াস এর পাশাপাশি। সুতরাং এটা আশা করা যায় শীত জাঁকিয়ে পড়লে তাপমাত্রার পারদ রেকর্ড নিচে নামতে চলেছে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button