দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এই রাজ্যের মহিলারা পাবেন 5 লক্ষ টাকা, বাম্পার বোনাস, এইরকম সুবিধা পাবেন

স্বাধীনতা দিবস উপলক্ষে মহিলাদের বড় উপহার দিল সরকার। রাজ্য সরকার Dwacra Women সম্প্রদায়ের মহিলাদের জন্য ঋণের সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে।

Advertisement
Advertisement

স্বাধীনতা দিবস উপলক্ষে মহিলাদের বড় উপহার দিল তেলেঙ্গানা সরকার। রাজ্য সরকার Dwacra Women সম্প্রদায়ের মহিলাদের জন্য ঋণের সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্তের পর এই প্রকল্পের আওতায় মহিলারা আরও বেশি ঋণ নিতে পারবেন।

Advertisement
Advertisement

মহিলারা আরও বেশি ঋণ নিতে পারবেন

Advertisement

তেলেঙ্গানার মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য Streenidhi Loan পরিচালিত হয়। বলা হচ্ছে, ঋণের সীমা বৃদ্ধি করার ফলে এই রাজ্যের মহিলারা আগের থেকে অনেক উপকৃত হতে চলেছেন। সরকার এই স্কিমের অধীনে উপলব্ধ ঋণের সীমা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেছে। সরকার বলছে যে তারা এই প্রকল্পের মাধ্যমে দ্বাকারা সম্প্রদায়ের মহিলাদের সর্বাধিক সুবিধা দিতে চায়।

Advertisement
Advertisement

৫.৫ লক্ষ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন

বলা হচ্ছে যে এই প্রকল্পে ঋণের সীমা বৃদ্ধির ফলে রাজ্যের শ্রীকাকুলাম জেলায় বসবাসকারী ৫.৫ লক্ষ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। এই প্রকল্পের আওতায় ঋণের সীমা বাড়ানোর উদ্দেশ্য হল দ্বাকারা মহিলারা সর্বাধিক সুবিধা বাড়ানো। এ স্কিমের আওতায় গ্রেড অনুযায়ী ঋণসীমা নির্ধারণ করা হয়েছে। রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী এই স্কিমের এ, বি, সি এবং ডি বিভাগ রয়েছে। তেলেঙ্গানা সরকার রাজ্যের প্রতিটি গ্রাম সম্প্রদায়কে একটি গ্রেড দেয়। এই গ্রেড অনুযায়ী সাধারণ মানুষ ঋণ নেওয়ার সুবিধা পান। জানা গিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ১৭০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। ‘এ’ গ্রেডে ৭৫ লক্ষ টাকা, ‘বি’ গ্রেডে ৬৫ লক্ষ টাকা, ‘সি’ গ্রেডে ৫৫ লক্ষ টাকা এবং ‘ডি’ গ্রেডে ৪৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।

Fortune India: Business News, Strategy, Finance and Corporate Insight

এই প্রকল্পের আওতায় সর্বোচ্চ ঋণের সীমা রাখা হয়েছে ৭৫ লক্ষ টাকা। এতে বলা হয়, এ ঋণে মহিলাদের কম সুদে ঋণ দেওয়া হয়। তেলেঙ্গানা সরকারও দাবি করেছে, এই প্রকল্পে ২৪ ঘণ্টার মধ্যে মহিলাদের ঋণ দেওয়া হয়। একই সঙ্গে এই ঋণের আওতায় নারীরা সংসারের খরচ বাবদ আলাদাভাবে অর্থ পান।

Related Articles

Back to top button