টেক বার্তা

Nexon-Brezza কে টেক্কা দিচ্ছে ৬ লাখের TATA-র এই গাড়ি, ১.৭৫ লাখ মানুষ কিনেছে

Tata Punch র ১.৭৫ লাখ ইউনিট বিক্রি হয়েছে

Advertisement
Advertisement

ভারতীয় বাজারে আজকাল একাধিক কোম্পানি দুর্দান্ত সব গাড়ি লঞ্চ করছে। সবচেয়ে বেশি বিক্রির পরিসংখ্যান দেখলে এগিয়ে রয়েছে মারুতি সুজুকি ব্র্যান্ড। তবে দেশীয় কোম্পানি হিসেবে সম্প্রতি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অভূতপূর্ব উন্নতি করেছে টাটা মোটরস। এই কোম্পানির একাধিক গাড়ি আজকাল যুব সমাজের প্রথম পছন্দ। হ্যাচব্যাক থেকে শুরু করে এসইউভি বিভিন্ন সেগমেন্টে এই কোম্পানি সাধ্যের মধ্যে গাড়ি লঞ্চ করার প্রবণতা দেখাচ্ছে। বলা বাহুল্য, আগের তুলনায় এই টাটার গাড়ির বিক্রয় বেড়েছে বহুগুনে। মিনি এসইউভি সেগমেন্টে বাজিমাত করতে চলেছে টাটার একটি নতুন গাড়ি।

Advertisement
Advertisement

আপনারা শুনলে অবাক হবেন যে কিছুদিন আগে লঞ্চ করা একটি মিনি এসইউভি গাড়ি আজ কোম্পানির সবচেয়ে বিক্রি হওয়া গাড়ির তালিকায় নাম তুলে নিয়েছে। টাটা মোটরস কোম্পানি বাজেট মূল্যের টাটা পাঞ্চ লঞ্চ করেছিল কিছুদিন আগেই। এখন এই গাড়িটি কোম্পানির সেরা গাড়ির শিরোপা পাচ্ছে। এমনকি এই গাড়ি টেক্কা দিচ্ছে নেক্সন এবং ব্রেজাকেও। এই গাড়িটি ইতিমধ্যেই ১.৭৫ লাখ ইউনিট বিক্রি হয়েছে।

Advertisement

মাইক্রো এসইউভি গাড়ি টাটা পাঞ্চে ১.২ লিটারের একটি ইঞ্জিন রয়েছে যা ৮৬ ps পাওয়ার ও ১১৩ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এতে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন আছে। এই গাড়িতে রয়েছে ৩৬৬ লিটারের বুট স্পেস ও ১৮৭ মিমির গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই গাড়িতে রয়েছে একাধিক অত্যাধুনিক ফিচার। টিল্ট স্টিয়ারিং, অ্যান্টি স্টল মেকানিসম, অ্যাডজস্টেবল নেটওয়ার্ক হেডরেস্ট, ড্রাইভ মোড ইত্যাদি হল অন্যতম। সবচেয়ে বড় কথা এই গাড়ির এক্স শোরুম মূল্য ৬ লাখ টাকা থেকে শুরু। এর টপ ভ্যারিয়েন্ট এর দাম ৯.৫৪ লাখ টাকা। এই বাজেটের মাধ্যমে টাটা সহজেই টেক্কা দিচ্ছে একাধিক মারুতির গাড়িকে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button