ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

খেল খতম LIC IPO-র! ১৮ বছরে প্রথমবার IPO আনছে টাটা গ্রুপের এই কোম্পানি

চলতি অর্থবর্ষের মধ্যেই লঞ্চ হয়ে যাবে TATA কোম্পানির IPO

Advertisement
Advertisement

আইপিওতে বিনিয়োগকারীদের জন্য একটি বড় সুখবর সামনে এল। আসলে টাটা গ্রুপের একটি কোম্পানি খুব শীঘ্রই আইপিও লঞ্চ করতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি অর্থবর্ষেই দেখা মিলবে টাটা টেকনোলজিসের আইপিও। আপনাদের জানিয়ে রাখি, টাটা গ্রুপ এই ১৮ বছরের মধ্যে প্রথমবারের জন্য আইপিও আনছে। এই আইপিওর মাধ্যমে খুচরো বিনিয়োগকারীরা শেয়ার কিনতে পারেন।

Advertisement
Advertisement

কিছুদিন আগেই রীতিমতো ধুমধাম করে বাজারে লঞ্চ হয়েছিল এলআইসির আইপিও। কিন্তু লঞ্চের পর তা বাজারে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে বিশেষজ্ঞদের মতামত যে টাটা গ্রুপের এই নতুন আইপিও পছন্দ হবে বিনিয়োগকারীদের। আসলে আইপিও লঞ্চ করা টাটা গ্রুপের, টাটা টেকনোলজিসের টাটা মোটরসে ৭৪ শতাংশের বেশি শেয়ার রয়েছে। বাজারে এই কোম্পানির যথেষ্ট সুনাম আছে। এই কোম্পানির মূলত চারটি বিষয়ে ফোকাস করে থাকে। সেগুলি হলো অটোমেটিভ, মহাকাশ, শিল্প যন্ত্রপাতি এবং শিল্প।

Advertisement

টাটা টেকনোলজিস এর মূল অফিস রয়েছে পুনেতে। এছাড়া গোটা বিশ্বজুড়ে তাদের মোট ১৮ টি ডেলিভারি সেন্টার রয়েছে। বর্তমানে এতে ৯৩০০ কর্মী কাজ করেন। চলতি অর্থবর্ষের শেষে টাটা টেকের রাজস্বের পরিমাণ ছিল প্রায় ৩৫২৯.৬ কোটি টাকা। ফলে এই কোম্পানি যে বর্তমানে লাভজনক তা আলাদাভাবে বলার কোনো দরকার পড়ে না।

Advertisement
Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, বাজারে মূলধনের দিক থেকে TCS দেশের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি। এর আগে ২০০৪ সালে টাটা গ্রুপের এই টিসিএস আইপিও চালু করেছিল। সেই সময়কার মাত্র ৯০০ টাকার শেয়ার এর মূল্য এখন হয়ে দাঁড়িয়েছে ৩২০০ টাকা। বিনিয়োগকারীদের এক এক বছরে লাভের পরিমাণ বেড়েছে ২.২৮ শতাংশ। এবার টাটা টেকনোলজিস কবে তাদের আইপিও লঞ্চ করবে, তার অপেক্ষায় রয়েছেন অনেকেই।

Advertisement

Related Articles

Back to top button