টেক বার্তা

টাটার বড় প্ল্যান, বাজারে আসবে নতুন TATA SUMO, পাওয়ার হবে একেবারে রেঞ্জ রোভারের মতো

এই গাড়িটি ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠতে চলেছে

Advertisement
Advertisement

টাটা মোটরসের গাড়ি ভারতে খুব ভাল বিক্রি হয় এবং এর পিছনে প্রধান কারণ হল এর নিরাপত্তা। টাটার গাড়ি মানেই নিরাপত্তার দিক থেকে একেবারে নিঃসন্দেহে ৫ তারা রেটিং। এই গাড়ি আপনাকে ভালো সস্তা দামে দারুন দারুণ ফিচার দিতে চলেছে। এই কারণেই এটি ভারতীয় গ্রাহকদের হৃদয় আকর্ষণ করেছে এত এত বছর ধরে। কিন্তু দুঃখের বিষয় হলো টাটার এসইউভি সেগমেন্টে বেশি গাড়ি নেই।

Advertisement
Advertisement

সেই সমস্যার সমাধান করতেই, কোম্পানি নতুন টাটা সুমো চালু করার কথা ভাবছে। তবে কোম্পানির পক্ষ থেকে টাটা সুমো নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু অনেক মিডিয়া রিপোর্ট নিশ্চিত করছে যে, আমরা শীঘ্রই নতুন Tata Sumo দেখতে পাব। টাটা সুমো চালু হলে, এর সম্ভাব্য বৈশিষ্ট্যগুলি বেশ আশ্চর্যজনক হতে চলেছে।

Advertisement

আগে Tata Sumo গাড়িটিকে দেখলে অনেকটাই বলেরোর মতোই লাগতো। কিন্তু এই নতুন গাড়িতে যদি Safari-র মত করা যায়, তাহলে সহজেই এটাকে আরো বেশি আকর্ষণীয় করা যাবে। একই সাথে, এটি রেঞ্জ রোভারের শক্তিও পাবে কারণ এর চ্যাসিস এই একই কোম্পানির হতে চলেছে। আর সবথেকে বড় বিষয়টা হতে চলেছে এর দাম। টাটা কোনোভাবেই এই গাড়ির দাম খুব একটা বেশি করতে চাইবে না। টাটার সবথেকে বড় বৈশিষ্ট্য হলো কম দামের মধ্যে ভালো স্পেসিফিকেশন নিয়ে আসা। সব মিলিয়ে এই গাড়ির দামও কমই হবে মনে করা যায়।

Advertisement
Advertisement

টাটা সুমো যদি ভালো স্পেসিফিকেশন নিয়ে আসে, তাহলে তা বাজারকে একেবারেই নিজের করে নেবে। এই কারণেই কম দামে আরও ফিচার দেওয়ার কথা বলছে সংস্থাটি। টাটা সুমো নতুনভাবে চালু হলে, এটি আমাদের অনেক নতুন বৈশিষ্ট্য দেবে যেমন বড় ইনফোটেইনমেন্ট স্ক্রিন, স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রণ, ক্রুজ নিয়ন্ত্রণ, ডুয়াল টোন ড্যাশবোর্ড, অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো প্লে, রিয়ার এসি ভেন্ট, ৬টি এয়ারব্যাগ এবং আরও অনেক কিছু। এখন পর্যন্ত এর লঞ্চের বিষয়ে কোনো আনুষ্ঠানিক খবর আসেনি। অতএব, এটি চালু হলেও, আমরা ২০২৫ সালের আগে এই গাড়িটি দেখতে পাব না। তাই এই গাড়ির জন্য আমাদের আরো কিছু মাস অপেক্ষা করতেই হবে।

Advertisement

Related Articles

Back to top button