ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Tata Altroz: Maruti Baleno ও Hyundai i20 এর থেকে শতগুণে ভালো Tata কোম্পানির এই সস্তা গাড়িটি, পাবেন ৫ স্টার সেফটি রেটিং

এই গাড়িটি আপনি খুবই সস্তায় এখন কিনতে পারছেন

×
Advertisement

ভারতীয় গাড়ির বাজারে প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টের মারুতি ব্যালেনো সবারই পছন্দের তালিকায় প্রথম দিকে থাকে। শুধু তাই নয় এই গাড়িটি কোম্পানির সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকাতেও স্থান পায়। কিন্তু অনেকেই এমন আছেন যারা এই গাড়িটিকে বিশেষ পছন্দ করেন না এবং এর বিকল্প কোন গাড়ি কিনতে চান। আপনিও যদি বিকল্প হিসেবে অন্য কোন গাড়ির খোঁজ করেন তাহলে আমরা এই প্রতিবেদনে আপনাকে একটি দারুণ হ্যাচব্যাক গাড়ির সম্পর্কে বলতে চলেছি যা আপনি খুব সস্তায় কিনতে পারবেন। এই গাড়িটি এখনো পর্যন্ত ভারতের বাজারের সবথেকে জনপ্রিয় কয়েকটি গাড়ির মধ্যে একটি। আর সব থেকে বড় কথা হলো এই গাড়িটিকে বানিয়েছে ভারতের নিজস্ব ব্র্যান্ড টাটা।

Advertisements
Advertisement

আমরা যে প্রিমিয়াম গাড়িটির কথা বলছি তার নাম হলো Tata Altroz। এই গাড়িতে শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি কোম্পানি দুর্দান্ত মাইলেজের অপশন দিয়েছে। আপনি যদি এই গাড়িটি এই মুহূর্তে কেনার কথা ভাবেন তাহলে আমরা এই প্রতিবেদনে আপনাকে এর বৈশিষ্ট্য স্পেসিফিকেশন এবং এর দাম সম্পর্কে বলতে চলেছি। এই গাড়িতে আপনারা পেট্রোল সিএনজি এবং ডিজেল এই তিনটি জ্বালানির বিকল্পই পেয়ে যাবেন। এতে তিনটি ইঞ্জিন অপশন রয়েছে যার প্রথমটিতে আপনি পাবেন ১.২ লিটার অ্যাসপিরেটেড পেট্রল ইঞ্জিন, দ্বিতীয়টিতে রয়েছে ১.২ লিটারের টার্বো চার্জ পেট্রল ইঞ্জিন এবং তৃতীয়টিতে রয়েছে ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন। এই সবকিছুুর পাশাপাশি কোম্পানি এই গাড়িতে একটি ৫ স্পীড ট্রান্সমিশন সিস্টেম অফার করে, যা আপনি দামি কিছু গাড়িতে দেখতে পান। এর পাশাপাশি এই গাড়িটির পেট্রোল ইঞ্জিন বিকল্পে আপনারা ৬ স্পীড ডিসিটি অটোমেটিক গিয়ার বক্সের বিকল্প পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনি ১.২ লিটার পেট্রল ইঞ্জিন সহ সিএনজি বিকল্প পেয়ে যাবেন যেখানে শুধুমাত্র ৫ স্পীড ম্যানুয়াল গিয়ার বক্স আপনি পাবেন।

Advertisements

এর পাশাপাশি এই গাড়িতে কোম্পানির অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার, ক্রুজ কন্ট্রোল, অ্যামবিয়েন্ট লাইটিং, এডজাস্টেবল ড্রাইভার সিট, হারমান সাউন্ড সিস্টেম, স্টার্ট স্টপ ফিচার, টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ডুয়াল ফ্রন্ট এয়ার ব্যাগ, এবিএস সিস্টেম, রিয়ার পারকিং সেন্সর, স্পিড অ্যালার্ট সিস্টেম, সিট বেল্ট রিমাইন্ডার, রেইন সেন্সিং ওয়াইপার, চাইল্ড সিট মাউন্টারের মতো বৈশিষ্ট্য আপনি পাচ্ছেন। এই গাড়িটির সুরক্ষা রেটিং একেবারে ৫ তারা। এই গাড়িটির দাম ৬.৬০ লক্ষ টাকা থেকে ১০.৭৪ লক্ষ টাকার মধ্যে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button