বলিউডবিনোদন

DIWALI MOVIE: ‘টাইগার ৩’কে টেক্কা দিতে চলেছে তামিল ছবি ‘আয়ালান’, চলতি বছরের দীপাবলিতেই হবে সংঘর্ষ

×
Advertisement

চলতি মাসেই বলিউডের ভাইজান সালমান খান অভিনীত ‘কিসিকা ভাই কিসিকা জান’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। ইতিমধ্যেই এই ছবি প্রথম ৩ দিনে ৬৬ কোটির গন্ডি পেরিয়েছে। বক্সঅফিসে এখন অব্যাহত রয়েছে এই ছবির রাজত্ব। আর এখন থেকেই ভাইজানের পরবর্তী দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘টাইগার ৩’ উঠে এসেছে চর্চায়।

Advertisements
Advertisement

জানা গেছে, চলতি বছরের দীপাবলিতেই মুক্তি পাবে ভাইজানের দীর্ঘ প্রতীক্ষিত ‘টাইগার ৩’। এই ছবিতে খুব সম্ভবত আবারও ক্যাটরিনা কাইফের বিপরীতেই দেখা মিলবে ভাইজানের। তবে এবার দীপাবলিতে ভাইজানকে টেক্কা দিতে পারে শিবাকার্তিকিয়ান (Sivakarthikeyan)। সূত্র মারফত জানা গিয়েছে, এই দীপাবলিতেই ‘টাইগার ৩’কে টেক্কা দিতে আসছে তার তামিল ছবি ‘আয়ালান’। এটি একটি সাইন্স ফিকশন। চলতি বছরেই যে এই দুটি ছবির জোরদার সংঘর্ষ হতে চলেছে, তা এখন থেকেই আন্দাজ করছেন একাংশ।

Advertisements

আর রবি কুমার পরিচালিত এই তামিল ছবি মুক্তি পাবে চলতি বছরে দীপাবলিতেই। ছবিতে শিবাকার্তিকিয়ান ছাড়াও অভিনয় করতে দেখা যাবে রাকুল প্রীত সিং, যোগী বাবু, ঈশা কপিকার, শারহাদ কেলকার, বিষ্ণুপ্রিয়ার মতো একাধিক পরিচিত তারকাদের। জানা গিয়েছে, এটি পুরোপুরি প্রথম লাইভ অ্যাকশন ছবি হবে। এতে ৪৫০০’টিরও বেশি ভিএফএক্স শর্ট থাকবে।

Advertisements
Advertisement

‘আয়ালান’এ এলিয়ানের চরিত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় উপস্থিত থাকবে পর্দায়। এই দুর্দান্ত কাজটি সম্পন্ন করেছে ‘ফ্যান্টম এফএক্স’। উল্লেখ্য, এই কম্পানি হলিউডের সিনেমার একাধিক দুর্দান্ত কাজ করেছে। বলাই বাহুল্য, আসন্ন ‘আয়ালান’এ যে বেশ উন্নত মানের ভিএফএক্সের মাধ্যমে দর্শকদের তাক লাগাতে চলেছে, তা বোঝাই যাচ্ছে। এই ছবি তামিল ছাড়াও হিন্দি, তেলেগু, কন্নর ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে বলেই জানা গিয়েছে। আপাতত অপেক্ষায় বলিউডের পাশাপাশি দক্ষিণী দুনিয়াও।

Related Articles

Back to top button