দেশনিউজ

রাজ্যের উন্নতি করার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ, প্রশান্ত কিশোরের নামে মামলা দায়

Advertisement
Advertisement

সেচ্ছাসেবী প্রকল্পের প্রচার করার কারণে ভোটকুশলী প্রশান্ত কিশোরের নামে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার মামলা দায়ের করল বিহার পুলিশ। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এর আগে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করায় তার সাথে বৈঠক করেন JDU সুপ্রিমো। কয়েকদিন সব ঠিকঠাক থাকলেও দিল্লীর বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করা নিয়ে ফের তাদের বিরুদ্ধে তোপ প্রকাশ করেন। এই ঘটনায় JDU সহ-সভাপতি পদ থেকে প্রশান্ত কিশোরকে বহিষ্কার করে দেন বিহারের মুখ্যমন্ত্রী। দলবিরোধী কাজ করেছেন সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Advertisement
Advertisement

 উল্লেখযোগ্য গত ২০শে ফেব্রুয়ারি ‘বাত বিহার কি’ নামে একটি স্বেচ্ছাসেবী প্রকল্পের প্রচার শুরু করেন প্রশান্ত কিশোর যার মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ বলা হয়, বিহারের যুব সম্প্রদায়ের মধ্যে যারা রাজ্যের ভালো করতে আগ্রহী তাদের বেছে নেওয়া হবে এবং তার সঙ্গে একজোট হয়ে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে বিহারকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।এর মাধ্যমে ভারতের প্রথম ১০টি উন্নত রাজ্যের তালিকার মধ্যে বিহারের নাম তুলে আনবেন।এই লক্ষ্যে baatbiharki.in নামে একটি ওয়েবসাইটও চালু করেন তিনি।

Advertisement

আরও পড়ুন : দিল্লীর ঘটনায় সরব কংগ্রেস, রাষ্ট্রপতির দরবারে সোনিয়া গান্ধী ও প্রতিনিধি দল

Advertisement
Advertisement

তবে এই লক্ষ্যে এগোনোর আগেই তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি এফআইআর দায়ের করেছে বিহার পুলিশ। এরপর ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার মামলা দায়ের করা হয়। রাজ্যের শাসকদলের প্রাক্তন সহ-সভাপতির বিরুদ্ধে অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পরেই বিতর্ক শুরু হয়ে দেশের রাজনৈতিক মহলে।

Advertisement

Related Articles

Back to top button