বিনোদনবলিউড

কলেজের দিনে ব্যাপক সুন্দরী ছিলেন ‘তারক মেহেতা’র দয়া ভাবী, ছবি দেখে আপনি ভুলে যাবেন ববিতা জিকে

শোতে দিশা ভাকানি অভিনয় করতেন দয়া ভাবী চরিত্রে

×
Advertisement

হিন্দি বিনোদন জগতের জনপ্রিয় টেলিভিশন শো ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ব্যাপক জনপ্রিয় দেশজুড়ে। এই কমেডি ধারাবাহিকটি দেখেননি এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা হবে। গোকুলধাম সোসাইটির প্রত্যেকটি পরিবারের সাথে নিজেদের জীবন অনেকেই মিলিয়ে চলার চেষ্টা করেন। অনেক বছর ধরে এই ধারাবাহিকটি দর্শকদের মনোরঞ্জন করে আসছে। জানিয়ে রাখা ভাল, এই কমেডি শো এর যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে। আজ ২০২২ সালে দাঁড়িয়েও এই ধারাবাহিকের জনপ্রিয়তা একফোঁটাও ক্ষুন্ন হয়নি।

Advertisements
Advertisement

এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র দর্শকদের কাছে যেন খুবই কাছের। সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র জেঠালালের কমিক সেন্স এবং কমিক টাইমিং বেশ পছন্দ হয় দর্শকদের। তার নিষ্পাপ কমেডি মন জয় করেছে আট থেকে আশির। এই জেঠালালের চরিত্রে অভিনয় করেন দিলীপ জোশি। প্রায় ১৪ বছর ধরে দুর্দান্ত অভিনয় করে তারক মেহতা কা উল্টা চশমা সিরিয়ালের প্রাণকেন্দ্র হয়ে উঠেছেন এই অভিনেতা। সিরিয়ালে জেঠালাল একটি ইলেকট্রনিক দোকান চালায়। শোতে দিশা ভাকানি ওরফে দয়া ভাবী, জেঠালালের স্ত্রী এর চরিত্রে অভিনয় করতেন।

Advertisements

Advertisements
Advertisement

সিরিয়ালে যতই ভোলাভালা হোক না কেন, রিয়েল লাইফে দয়া ভাবী ওরফে দিশা ভাকানি খুবই স্টাইলিশ ও সুন্দরী দেখতে। দিশা ভাকানিকে ছোট বেলা থেকেই মডেলিং করতে দেখা গেছে এবং আমরা আপনাকে বলি যে এই অভিনেত্রীকে আজকাল তারক মেহতার শোতে দেখা যায় না কারণ দিশা ভাকানি মা হওয়ার আনন্দ উপভোগ করছেন। আসলে, ২০২২ সালেই, দিশা ভাকানি মা হওয়ার আনন্দ পেয়েছিলেন, যার কারণে তাকে দীর্ঘদিন ধরে তারক মেহতা শোতে দেখা যায়নি। আসলে কলেজের সময় থেকেই মডেলিং করতেন এই অভিনেত্রী। তাঁর সেই সময়কার ছবি দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। সেই ছবি দেখে আপনি বলতে বাধ্য হবেন যে বলিউড অভিনেত্রীদের সৌন্দর্যের নিরিখে টেক্কা দিতে পারেন দয়া ভাবী।

Related Articles

Back to top button