খেলাক্রিকেট

T20 World Cup 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে এই দুটি দল, ভবিষ্যৎবাণী করলেন রিকি পন্টিং

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সবচেয়ে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার প্রতিকূল আবহাওয়া।

Advertisement
Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই এখন জমজমাট। শেষ মুহূর্তে কারা পৌঁছাবে বিশ্বকাপের সেমিফাইনালে তা নিয়ে চলছে পয়েন্টের হিসাব। তবে নিখুঁত সমীকরণে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দল পর্যবেক্ষণ করলে ইতিমধ্যে চারটি বিকল্প উঠে আসছে। তবে গতকাল দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর প্রবল দাবিদার হয়ে উঠেছে পাকিস্তান। অন্যদিকে, শক্তিশালী ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে চলছে সেমিফাইনালে পৌঁছানোর প্রচেষ্টা।

Advertisement
Advertisement

আর মাত্র দিন কয়েকের অপেক্ষা, তারপর অস্ট্রেলিয়ার মেলবোর্নে মাঠে নামবে দুই ফাইনালিস্ট। চলতি বিশ্বকাপে কোন দুটি দল ফাইনালে মুখোমুখি হবে তা নিয়ে চলছে নানারকম বাকবিতণ্ডা। তবে সবকিছুর মধ্যে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং জানিয়েছেন, কারা খেলবে চলতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এদিন তিনি বলেন,’আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি, চলতি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে অস্ট্রেলিয়া।’

Advertisement

তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সবচেয়ে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার প্রতিকূল আবহাওয়া। ইতিমধ্যে বাদ দিতে হয়েছে একাধিক ম্যাচ। তাই সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ নিয়ে চিন্তায় বিভোর হয়ে রয়েছেন আইসিসির কর্মকর্তারা। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যাক্ত হলে সেই ম্যাচ কোন রিজার্ভ দিনে আয়োজন করা হবে বলে জানিয়েছেন তারা। উল্লেখ্য, ২০১৯ ওডিআই বিশ্বকাপে একাধিক ম্যাচ রিজার্ভ দিনে আয়োজন করেছিল বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button