খেলাক্রিকেট

T20 World Cup 2022: টিম ইন্ডিয়ার বড় ধাক্কা, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা

হাঁটুর চোটে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হতে পারে ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।

Advertisement

এশিয়া কাপের মেগা আসরেই দুঃসংবাদ ভেসে এলো ভারতীয় দলের জন্য। ইনজুরির কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা! সূত্রের খবর, এশিয়া কাপে হংকং-এর বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে গভীর চোট পেয়েছেন তিনি। যে কারণে ইতিমধ্যে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা। ডান হাঁটুর ইনজুরির কারণে ইতিপূর্বেও দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার সম্ভবত জাদেজার হাঁটুর অস্ত্রোপচার করতে হবে। যা ভারতীয় ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে বড় ঝটকা বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

চলতি বছরে ১৬ই অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আর ৩৩ বছর বয়সী রবীন্দ্র জাদেজার চোট শুধুমাত্র তার ভক্তদের জন্য নয়, নির্বাচকদের জন্যও উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। আগামী সপ্তাহে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তবে সেই স্বল্প সময়ের মধ্যে ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারবেন না জাদেজা। এক প্রতিবেদনে বলা হয়েছে, হাঁটুর চোটে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হতে পারে ভারতের তারকা অলরাউন্ডারকে।

আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অলরাউন্ডারের মধ্যে রবীন্দ্র জাদেজা প্রথম সারিতে অবস্থান করছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ও যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছেন তিনি। রবীন্দ্র জাদে যা এখনো পর্যন্ত তার ক্যারিয়ারে ৬০টি টেস্ট ম্যাচে ২৫২৩ রান করেছেন ভারতের জার্সিতে। তাছাড়া ১৭১টি ওয়ানডে এবং ৬৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বিসিসিআই-এর তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে তাকে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যোগ দিতে হবে। সেখানে মেডিকেল টিমের পর্যবেক্ষণে থাকবেন। রবীন্দ্র জাদেজা। এরপর তারাই সিদ্ধান্ত নেবেন কতদিন বিশ্রাম কিংবা অস্ত্র পাচারের প্রয়োজন আছে কিনা। তবে মনে করা হচ্ছে, কমপক্ষে তিন মাস থাকি মাঠের বাইরে থাকতে হবে।

Related Articles

Back to top button