খেলা

T20 সিরিজ জেতার পর এই ক্রিকেটারের সম্বন্ধে যা বললেন বিরাট কোহলি!

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি – টোয়েন্টি সিরিজে ক্লিন সুইপ করে ৩-০ তে সিরিজ জিতে ভারত। মঙ্গলবার শেষ ম্যাচে ৭ উইকেটে জয় লাভ করে ভারত। তারজন্যে খুশি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। শেষ ম্যাচের জয়ে অবদান ছিল বিরাটের বাটেরও। যোগ্য ভূমিকা পালন করেন তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থও। ১০৬ রানের ম্যাচ জেতানো পার্টনারশিপ করেন কোহলি ও পান্থ। পান্থ ৪ টি ছক্কা এবং ৪ টি বাউন্ডারির সাহায্যে মাত্র ৪২ বলে অপরাজিত ৬৫ রান করেন।

ধোনির ২ মাসের অনুপস্থিতিতে পন্থের এই রকম পারফরম্যান্স দেখে খুশি টিম ম্যানেজমেন্ট। ম্যাচ শেষে এই তরুণ প্রতিভা সম্বন্ধে বিরাট বলেন, “ঋষভ পন্থকে আমরা নিশ্চয় ভবিষ্যত হিসেবে দেখছি। পন্থ অনেক প্রতিভা এবং স্কিল পেয়েছে। ম্যাচ জেতা, ফিনিশ করা এবং আত্মবিশ্বাস অর্জন করা জরুরি, সে সেটা জানে। অন্তর্জাতিক ক্রিকেটের চাপ অন্য ভাবে নিতে হবে।” তিনি আরও বলেন, “ও যেখান থেকে খেলা শুরু করেছিল তার থেকে অনকে এগিয়ে গেছে। সে যদি নিয়মিত এভাবে খেলে তবে আমরা শীঘ্রই ভারতের জন্য তার ক্ষমতা প্রদর্শন দেখতে পাবো।”

Related Articles

Back to top button