বলিউডবিনোদনভাইরাল & ভিডিও

সবুজ খোলামেলা পোশাকে টি-সিরিজের মালকিন দিব্যা খোসলা, নেটজনতার চোখ আটকে গেল তার ড্রেসে

সম্প্রতি দিব্যা খোসলা কুমার তার নতুন ড্রেস দিয়ে সকলকে চমকে দিয়েছেন

Advertisement
Advertisement

কোটি কোটি টাকা সম্পত্তির মালিক এবং টি সিরিজের বর্তমান চেয়ারম্যান ভূষন কুমারের স্ত্রী দিব্যা খোসলা কুমারের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম হয়নি। কিছুদিন আগে নিজের নামের পাশ থেকে কুমার পদবী সরিয়ে দিয়ে বিবাহিত জীবন নিয়ে জল্পনা উসকে দিয়েছিলেন এই অভিনেত্রী। যদিও, গোপন সূত্রে খবর, বিবাহিত জীবনে খুব একটা অসুখী নন দিব্যা, বরং বলিউডের বিখ্যাত জ্যোতিষী সঞ্জয় বি জুমানির পরামর্শেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তিনি সেই সুন্দরীদের মধ্যে পড়েন যাদের চেহারায় বয়সের এখনো পর্যন্ত কোনো ছাপ পড়েনি। বয়স ৩০ বছর পেরোলেও, এখনো পর্যন্ত সৌন্দর্যের দিক থেকে তিনি আগের মতই রয়ে গিয়েছেন। তার পাশাপাশি তার স্টাইলিং এতটাই ট্রেন্ডি, যে বিশ্বাস করা কঠিন তার একটি ১৩ বছরের ছেলে রয়েছে। অল্প বয়সেই বিয়ে করেছিলেন এই অভিনেত্রী। তারপর থেকে প্রতিটি পদেই নিজেকে প্রমাণ করেছেন দিব্যা। আগে শুধুমাত্র মিউজিক ভিডিওতে কাজ করলেও, এখন আবার সিনেমার জগতে ফিরে আসছেন তিনি। ইয়ারিয়া ২ ছবির মাধ্যমে নতুন করে আত্মপ্রকাশ করেছেন এই অভিনেত্রী। অভিনয় হোক বা রিল, সব ক্ষেত্রেই তিনি অ্যাক্টিভ। পাশাপাশি নিজের যথেষ্ট যত্ন করেন অভিনেত্রী। তারপরে, অন্যান্য অভিনেত্রীদের থেকে অনেকটাই এগিয়ে থাকেন দিব্যা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তার নতুন পার্টি লুকের ছবি ভাইরাল হয়েছে। নতুন ডিজাইনের পোশাকে সোশ্যাল মিডিয়াতে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী।

Advertisement
Advertisement

সবুজ ড্রেসে দিব্যার সেক্সি লুক

আদতে দিব্যা খোসলা কুমার কিছুদিন আগেই একটি পার্টিতে উপস্থিত হয়েছিলেন, যেখানে তিনি পাপারাজ্জীদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাদের জন্য পোজ দেন। ভাইরাল ভায়ানির অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। সবুজ নিয়ন পোশাকে বেশ ঝলমলে দেখাচ্ছিল দিব্যাকে। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি দারুন জনপ্রিয় হয়েছে এবং ভক্তরাও এই ছবির প্রশংসায় পঞ্চমুখ। এই ধরনের বোল্ড ড্রেস ক্যারি করতে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাস এবং সাহসের প্রয়োজন। একইসঙ্গে এই ড্রেসে নিজেকে সুন্দর দেখানো প্রয়োজন। তবে দিব্যার প্রসঙ্গ এলে কোন কিছুই তার পক্ষে অসম্ভব নয়।

Advertisement

ডিপ নেকলাইনে চোখ আটকেছে নেটিজেনদের

এটা অস্বীকার করার কোন কারণ নেই, দিব্যার পোশাকে এমন অনেক উপাদান রয়েছে যা তার সাহসী চেহারাকে নতুন মাত্রা দিয়েছে। তবে এই ড্রেসের ডিপ নেক লাইন অভিনেত্রীর লুকে সাহসিকতার একটা নতুন ছোঁয়া যোগ করে। এই পোশাকে এমন অনেক ডিটেইলিং রয়েছে, যেগুলো কিন্তু পোশাকটিকে আরো বোল্ড করে তোলে। অভিনেত্রী আত্মবিশ্বাসের সঙ্গে এই পোশাক ক্যারি করেছেন। তার সাথেই ভক্তরাও কমেন্ট বক্সে এই লুকের প্রশংসা করেছেন। একজন কমেন্ট করে বলেছেন, “দিব্যা, আপনি এলিগেনসের এক দারুন উদাহরণ।” দ্বিতীয় জন বলেছেন, “আপনি দুর্দান্তভাবে সুন্দরী। আপনার সাহসের তারিফ করতে হয়।” আবার আরেকজন বলেছেন, তার যেকোনো মতেই এই পোশাকটা চাই। ফলে, সবমিলিয়ে এই পোশাকে তার লুক যে দারুণভাবে ভাইরাল হয়েছে সেটা আর নতুন করে বলতে হবেনা।

Advertisement
Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Related Articles

Back to top button