Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

কালকের মধ্যে বিধায়ক পদ না ছাড়লে কড়া ব্যবস্থা গ্রহণ করব, মুকুলকে হুঁশিয়ারি শুভেন্দুর

রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী

Advertisement
Advertisement

বিধায়ক পদ ছেড়ে দেওয়ার জন্য মুকুল রায় কে ২৪ ঘন্টা সময় দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে দেখা করার পর তার কাছে পুরো ব্যাপারটি ভালো করে বুঝিয়ে বললেন শুভেন্দু অধিকারী। সেখানেই সংবাদমাধ্যমের সামনে সুর চড়িয়েছেন শুভেন্দু। তিনি বলেছেন, যদি মুকুল রায় ২৪ ঘন্টার মধ্যে বিধায়ক পদ না ছাড়েন তাহলে বিধানসভার স্পিকারের কাছে আবেদন করে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার প্রক্রিয়া শুরু করবেন বিরোধী দলনেতা।

Advertisement
Advertisement

এছাড়াও শুভেন্দু অধিকারীর গলায় ছিল এদিন প্রতিদিনকার মত রাজ্য সরকার বিরোধী সুর। তিনি বলেছেন, “বিজেপি ভেবেছিল শাসক দল ক্ষমতায় আসার পরে অশান্তি বন্ধ হবে। কিন্তু সেরকম কোন আভাস আমরা পাচ্ছি না। চন্দননগর এবং তিলজলার মতো ঘটনা ঘটে চলেছে। এখানে নারী সুরক্ষা বিপন্ন। রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। ভোট মেটার পর থেকে রাজ্যে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু রাজ্য সরকার সেইসব ঘটনাকে গ্রাহ্য করছে না।”

Advertisement

মুকুল রায়ের সঙ্গে বিজেপি বিধায়কের যোগাযোগ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বললেন, “উনি যখন বিজেপিতে এসেছিলেন তখন কয়েক লক্ষ লোককে নিয়ে যাবেন বলেছিলেন। কিন্তু কতজন এসেছেন? কার সঙ্গে এখন যোগাযোগ আছে সেটা এখন উনি নিজেই বলতে পারবেন।” মুকুল রায়কে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, “যদি মুকুল রায় আগামীকালের মধ্যে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পদ না ত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হবে এবং দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য আবেদন করা হবে। কেন্দ্রীয় মন্ত্রীরা ব্যাপারটা দেখছেন এবং আশা করছি অধ্যক্ষ মহোদয় অতি দ্রুত এই ব্যাপারটি নিষ্পত্তি করবেন।”

Advertisement
Advertisement

শুভেন্দু অধিকারী এদিন রাজ্য সরকারের মামলা মোকদ্দমা নিয়েও নিজের বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, “ভোটের ফল ঘোষণার পর থেকে এই রাজ্যে তিন হাজারের বেশি মামলা হয়ে গিয়েছে। কিন্তু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে ৯০ শতাংশ মামলা সম্পূর্ণরূপে ভুয়ো। প্রয়োজনে আমরা এই মামলাগুলির সত্যতা যাচাই করে সিবিআই তদন্তের দাবি জানাবো।”

Advertisement

Related Articles

Back to top button