নিউজপলিটিক্সরাজ্য

পুরোহিত ভাতা নিয়ে রাজ্য সরকারকে খোঁচা শুভেন্দুর

এছাড়াও রাজিব ব্যানার্জির (Rajib Banerjee) মত নেতাদের বিজেপিতে প্রয়োজন আছে বলে জল্পনা বাড়ালেন তিনি

Advertisement
Advertisement

আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে এ বছরের বিধানসভা নির্বাচন। তার আগে শাসক এবং বিরোধী একে অপরের সঙ্গে আক্রমণ-পাল্টা আক্রমণের পালা চালিয়েছে। আসন্ন ভোটে কেউ কিন্তু এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন। আর এবারে এই পরিস্থিতিতে পুরোহিত ভাতা কে হাতিয়ার করে শাসকদল তৃণমূল কে কটাক্ষ করল বিজেপি। ঘাসফুল শিবিরকে আক্রমণ করলেন এদিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।

Advertisement
Advertisement

শুক্রবার ধর্মতলার সভাতে ব্রাহ্মণদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার শুভেন্দু পুরোহিতদের নিয়ে মমতার বিরুদ্ধে সুর চড়ালেন। ওই সভা থেকে তিনি পুরোহিত ভাতা নিয়ে কথা বলেন। উল্লেখ্য গত সেপ্টেম্বরে পুরোহিত ভাতার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জানানো হয়েছিল রাজ্যের ৮,০০০ পুরোহিতকে প্রতিমাসে ১,০০০ টাকা করে ভাতা দিতে চলেছে রাজ্য সরকার। আর এই ইস্যু নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বললেন, পুরোহিতরা সম্পূর্ণ ঘোষণার পরেও কিন্তু ভাতা পাচ্ছেন না। এছাড়াও পুরোহিত ভাতা প্রসঙ্গে তিনি বললেন,”রাজ্য সনাতন ঐতিহ্য নষ্ট করা হচ্ছে। পরিবর্তনের ডাকে গলা মেলান ও শামিল হওয়ার আহ্বান দেওয়া হচ্ছে” গেরুয়া শিবিরের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি উঠেছে বারবার। কিন্তু এবারে শাসকদলের বিরুদ্ধে পুরোহিত ভাতা নিয়ে আক্রমণ করলেন বিজেপি নেতা।

Advertisement

এছাড়াও রাজিব ব্যানার্জি (Rajib Banerjee) বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার প্রসঙ্গে তিনি মন্তব্য করলেন। ঘাসফুল শিবিরে সকলেই কাজের সুযোগ পাচ্ছেন না বলে তিনি দাবি করেন। বললেন,” এখনো তিনি কোন দলে যাবেন সে ব্যাপারে কিছু জানা যায়নি। শিক্ষিত, পরীক্ষিত এবং অত্যন্ত অভিজ্ঞ এরকম একজন নেতার প্রয়োজন রয়েছে। বিজেপিতে রাজীব বন্দ্যোপাধ্যায় এর মত এরকম একজন নেতার অত্যন্ত প্রয়োজন।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button