নিউজপলিটিক্সরাজ্য

আবারো খাস কলকাতায় শুভেন্দুর সমর্থনে ‘দাদার অনুগামী’-দের পোস্টার, চাঞ্চল্য বাংলা রাজনীতিতে

Advertisement
Advertisement

এবার খাস কলকাতা শহরে পড়ল শুভেন্দু অধিকারীর ছবি সমেত একটি বড় পোস্টার। যথারীতি সেই পোস্টার এর সৌজন্যে ‘ দাদার অনুগামী’ রা। দক্ষিণ কলকাতার বেশকিছু জনবহুল এলাকা তে এদিন সকালে উঠে এরকম দৃশ্য দেখলেন সেখানকার বাসিন্দারা।

Advertisement
Advertisement

বুধবার সকালে যাদবপুর, গোলপার্ক, গড়িয়াহাট, রাসবিহারী, রাসবিহারী এভিনিউ এবং মেঘনাথ সাহা সরণিতে এই পোস্টার দেখা গিয়েছে। এই পোস্টারের নিচে বড় বড় করে লেখা ‘ আমরা দাদার অনুগামী’। এবং এই পোস্টটার কিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক জল্পনার পারদ আরো চড়েছে। পোস্টারে প্রাক্তন মন্ত্রীর ছবির নিচে লেখা,’মানুষের কাজ করতে কোন পদ লাগেনা।’

Advertisement

সম্প্রতি শুভেন্দু অধিকারী তৃণমূল সাংসদ সৌগত রায়কে নিজে এসএমএস করে জানিয়ে ছিলেন,”আপনাদের সঙ্গে কাজ করা আমার পক্ষে মুশকিল। আমাকে মাফ করবেন।”সেই এসএমএস এর পরে আবারও নতুন করে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে ঝড় উঠেছে বঙ্গ রাজনীতিতে। তার মাঝে আবার নতুন করে খাস কলকাতায় পড়ল শুভেন্দু অধিকারীর পোস্টার। এই পোস্টটার কিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহর কলকাতাতে।

Advertisement
Advertisement

এদিন মেদিনীপুরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে শুভেন্দুর। জানা যাচ্ছে, সব মিলিয়ে তিনি ৩টি অরাজনৈতিক সভায় যোগ দেবেন। এছাড়াও, শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম বার্ষিকীতে একটি মিছিল রয়েছে। আবার হলদিয়া টাউনে ‘দাদার অনুগামী’ দের মিছিল আছে। শুধু তাই নয়, তমলুক, গড়বেতা, এবং হলদিয়াতে পরপর বেশ কিছু না রাজনৈতিক সভাতে অংশগ্রহণ করবেন শুভেন্দু।

Advertisement

Related Articles

Back to top button