বলিউডবিনোদন

Sushmita Sen Heart Attack: বড় দুঃসংবাদ! হৃদরোগে আক্রান্ত বিশ্বসুন্দরী সুস্মিতা সেন, হয়েছে জটিল অস্ত্রপ্রচারও

×
Advertisement

বলি ডিভা সুস্মিতা সেনের পরিচয় আলাদাভাবে সাধারণকে দেওয়ার প্রয়োজন নেই। তিনি গোটা বিশ্বের দরবারে পরিচিত। তার ভক্তরাও ছড়িয়ে রয়েছে গোটা দুনিয়ায়। এই মুহূর্তে এক বড় দুঃসংবাদ শোরগোল ফেলেছে গোটা মিডিয়ামহলে। কয়েকদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। ভর্তি হয়েছিলেন হাসপাতালেও। হয়েছে জটিল অস্ত্রপ্রচারও। এখন কেমন আছেন অভিনেত্রী? জানালেন নিজেই।

Advertisements
Advertisement

Advertisements

বুধবার নিজেই অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের শরীরের অবস্থার কথা জানালেন নিজের অগণিত শুভাকাঙ্ক্ষীদের। বাবা সুবীর সেনের সাথে শাড়ি পরেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। অভিনেত্রী সুস্মিতা সেন এই ছবি শেয়ার করে নিয়েই দীর্ঘ লেখার মাধ্যমে জানিয়েছেন সবটা। তার লখা থেকেই জানা গেছে, কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ইতিমধ্যেই অ্যাঞ্জিওপ্লাস্ট করা হয়েছে অভিনেত্রীর হৃদয়ে। পাশাপাশি বসানো হয়েছে স্টেন্টও। আপাতত, এই সিঙ্গেল মাদারের হৃদয়ের খবর নিয়েই চিন্তিত অগণিত মানুষ।

Advertisements
Advertisement

এদিন নিজের পোস্টে দীর্ঘ লেখার মাধ্যমে মজার ছলেই অভিনেত্রী জানিয়েছেন, তার কার্ডিওলজিস্ট তাকে জানিয়েছেন তার হৃদয়ে অনেকটাই বড়। সময়মতো তার অবস্থা বুঝে তার হৃদয়ের সুব্যবস্থা নেওয়ার জন্য অনেকেই ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। আপাতত তার অবস্থা স্থিতিশীল, এমন কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। বলাই বাহুল্য, এই মুহূর্তে অভিনেত্রীর ভক্তমহলের অধিকাংশ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

Related Articles

Back to top button