খেলাক্রিকেট

IND Vs AUS: ‘গোল্ডেন ডাকের’ শিকার সূর্য কুমার যাদব! T20-তে বিশ্বসেরা ব্যাটসম্যান ODI ম্যাচে চরম ফ্লপ

সূর্য কুমার যাদব বিগত ১০ ওডিআই ম্যাচে সর্বসাকুল্যে করেছেন মাত্র ১২৩ রান।

×
Advertisement

বরাবরের মতোই ফের একদিনের ক্রিকেটে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিলেন ভারতের বিধ্বংসী ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরা সূর্য কুমার যাদব একদিনের ক্রিকেটে বার বার ব্যর্থ হয়ে ফিরছেন সাজঘরে। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। তবে সেই ম্যাচে সূর্য কুমার যাদবের ব্যাটিং ব্যর্থতা রীতিমতো হতাশ করেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

Advertisements
Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৫.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৮৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। দলের হয়ে মোহাম্মদ সামি এবং মোহাম্মদ সিরাজ সর্বোচ্চ তিনটি করে উইকেট দখল করেন।

Advertisements

১৮৯ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেই উইকেট হারিয়ে বিপদ ডেকে আনে ভারতের ওপেনিং জুটি। ঈশান কিষাণ ব্যক্তিগত ৩ রানে ফেরেন সাজঘরে। এরপর ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৪ রানে সাজঘরে ফিরলে ১৪ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। তখন মিডিল অর্ডারে শ্রেয়াস আইয়ারের স্থানে ভারতীয় দলে সুযোগ পাওয়া সূর্য কুমার যাদবের ওপর নির্ভরশীলতা বাড়িয়ে ফেলে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

Advertisements
Advertisement

তবে অস্ট্রেলিয়ার তারকা বোলার মিচেল স্টার্কের নিয়ন্ত্রিত বোলিংয়ে LBW হয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে সমালোচিত কে এল রাহুল (৭৫) এবং রবীন্দ্র জাদেজার (৪৫) লম্বা ইনিংসেরও উপর নির্ভর করে ৫ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় ভারত। এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ‘গোল্ডেন ডাক’ পাওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচিত হচ্ছেন সূর্য কুমার যাদব। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরা ব্যাটসম্যান সূর্য কুমার যাদব বিগত ১০ ওডিআই ম্যাচে সর্বসাকুল্যে করেছেন মাত্র ১২৩ রান। যা বর্তমানে ভারতীয় দলের পাশাপাশি ক্রিকেট প্রেমীদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে।

Related Articles

Back to top button