খেলাক্রিকেট

Team India: নিউজিল্যান্ড সিরিজে চরম ফ্লপ, ওডিআই দল থেকে বাদ পড়লেন ভারতের এই তারকা ক্রিকেটার

৩২ বছর বয়সী সূর্য কুমার যাদব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সফল ব্যাটসম্যান। তিনি এখনও পর্যন্ত ভারতের জার্সিতে সর্বমোট ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Advertisement
Advertisement

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওডিআই ম্যাচ খেলতে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। ইন্দোরের সবুজ গ্রাউন্ডে লজ্জাজনকভাবে কিউইদের পরাজিত করে ম্যাচ জিতেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দলের ওপেনার শুভমান গিল এবং অধিনায়ক রোহিত শর্মা ব্যক্তিগত শত রানের ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন। দুই ওপেনারের ধ্বংসাত্মক ইনিংসের ফলে ভারত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৮৫ রান করতে সক্ষম হয়। ৩৮৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২৯৫ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। ফলশ্রুতিতে সিরিজের তৃতীয় ম্যাচে ৯০ রানের বিরাট ব্যবধানে জয়ের পাশাপাশি ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছে ভারত।

Advertisement
Advertisement

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরা ব্যাটসম্যান হলেও একদিনের ম্যাচে নিজের নামের পাশে সুবিচার করতে পারেননি ভারতের এই তারকা। এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৯ বল মোকাবেলা করে মাত্র ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।

Advertisement

শুধু এখানেই শেষ নয়, সূর্য কুমার যাদব তার শেষ চারটি ওয়ানডে ম্যাচে সর্বমোট ৪৯ রান করেছেন। শ্রীলংকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৪ রান করে এই ব্যর্থতার যাত্রা শুরু করেছিলেন তিনি। এরপর হায়দ্রাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত ৩১ রান করেন। যদিও রায়পুরের সবুজ মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে মাঠে নামতে হয়নি তাকে। তবে সিরিজের শেষ ম্যাচে ভারতের এই তারকা ব্যাটসম্যানের হতাশা জনক পারফরমেন্স আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে তার ক্যারিয়ার ধ্বংস করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement

তবে ৩২ বছর বয়সী সূর্য কুমার যাদব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সফল ব্যাটসম্যান। তিনি এখনও পর্যন্ত ভারতের জার্সিতে সর্বমোট ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে ৩টি শতকের পাশাপাশি ১৩টি অর্ধশত রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে। পাশাপাশি ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে তিনি সর্বমোট ১৫৭৮ রান করেছেন।

Advertisement

Related Articles

Back to top button