খেলাক্রিকেট

Surya Kumar Yadav: T20-তে ইতিহাস গড়তে চলেছেন সূর্য কুমার যাদব, ৭ পয়েন্ট পেলেই ভাঙবেন ক্রিকেটের সমস্ত রেকর্ড

খুব শীঘ্রই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ডেভিড মালানের এই বিস্ময়কর রেকর্ড নিজের নামে করবেন সূর্য কুমার যাদব।

Advertisement
Advertisement

বর্তমানে বিশ্বের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের তালিকার শীর্ষে রয়েছেন ভারতীয় ক্রিকেটার সূর্য কুমার যাদব। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছাতে তিনি বাবর আজম, বিরাট কোহলি কিংবা অ্যারন ফিঞ্চের মত ধ্বংসাত্মক ক্রিকেটারদের পেছনে ফেলে এই কৃতিত্ব অর্জন করেছেন। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার হওয়ার জন্য সূর্য কুমার যাদবের আর প্রয়োজন মাত্র ৭ রেটিং পয়েন্ট। এই ৭ পয়েন্ট অর্জন করতে পারলেই টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সেরার সেরা প্লেয়ার নির্বাচিত হবেন ভারতীয় ক্রিকেটার সূর্য কুমার যাদব।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি, টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিপূর্বে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহক ছিলেন ডেভিড মালান। তিনি ২০২০ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছিলেন। সেই বছর তিনি ৯১৫ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। ডেভিড মালানের সেই রেকর্ড আজ অব্দি অক্ষত রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে। তবে বিশেষ এই রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতীয় ক্রিকেটার সূর্য কুমার যাদবের সামনে। মাত্র ৭ পয়েন্ট অর্জন করলেই ডেভিড মালানের এই বিস্ময়কর রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রেটিং পয়েন্টের ব্যাটসম্যান হবেন তিনি।

Advertisement

চলতি বছরে শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিস্ফোরক ব্যাটিং করে ২৫ মূল্যবান পয়েন্ট অর্জন করেছেন সূর্য কুমার যাদব। প্রথম ম্যাচে ১০-এর গণ্ডি পার করতে না পারলেও, দ্বিতীয় ম্যাচে অর্ধশত রানের ইনিংস এবং শেষ ম্যাচে অনবদ্য ১১২ রানের ইনিংস থাকে ২৫ রেটিং পয়েন্ট অর্জন করতে সাহায্য করে। বর্তমানে সূর্য কুমার যাদব ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বসেরা ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের তালিকায় শীর্ষে রয়েছেন।

Advertisement
Advertisement

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শীঘ্রই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ডেভিড মালানের এই বিস্ময়কর রেকর্ড নিজের নামে করবেন সূর্য কুমার যাদব। কারণ, ব্যাট হাতে তিনি অপ্রতিরোধ্য। মাঠের যে কোন প্রান্তে শর্ট খেলা যেন তার কাছে গানের ছন্দ বই আর কিছুই নয়। টি-টোয়েন্টি ক্রিকেটে ডেভিড মালানের এই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে। উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আর সেখানেই সূর্য কুমার যাদবের সুবর্ণ সুযোগ রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটসম্যান হওয়ার।

Advertisement

Related Articles

Back to top button