Today Trending Newsদেশনিউজ

CAA সংশোধনী আইনের ওপর স্থগিতাদেশ নয়, কেন্দ্রকে এক মাস সময় সুপ্রিম কোর্টের

Advertisement
Advertisement

সুপ্রিম কোর্টের নাগরিকত্ব সংশোধনী আইনের ওপর স্থগিতাদেশ দিল না, গঠন করা হবে সাংবিধানিক বেঞ্চ। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বহু রাজনৈতিক দল যেমন কংগ্রেস, সিপিএম সিপিআই,ডিএমকে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ প্রভৃতি মামলা করেছে এই আইনকে সংবিধানবিরোধী ঘোষণা করে। সি এএর বিরুদ্ধে ১৪৪ টি মামলার শুনানি চলছে বুধবার শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে শুনানি চলছে। গোটা দেশের চোখ রয়েছে এই শুনানি রায়ের ওপর।

Advertisement
Advertisement

১১ ডিসেম্বর লোকসভায় সংশোধিত নাগরিকত্ব বিল পাশ হয়। ১২ ডিসেম্বরে বিল পাস হয় রাজ্যসভায়। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই বিল কোনোভাবেই মুসলিম সম্প্রদায়ের বিরোধী নয় কিন্তু তবুও বিরোধীরা তা মানছেনা অমিত সাহা চ্যালেঞ্জ জানিয়েছেন প্রমাণ করে দেখাবে দেখানো হোক যে এই আইনে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা আছে। তিনি এও ঘোষণা করেন যতই বিরোধিতা হোক, বিক্ষোভ হোক, সিএএ কিছুতেই প্রত্যাহার করা হবে না।

Advertisement

আরও পড়ুন : CAA নিয়ে অমিত শাহের বিতর্কে বসার বার্তাকে চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের

Advertisement
Advertisement

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বহু মামলা করা হয়েছে। সি এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদনের পাল্টা আবেদন করা হয় এই আইনকে ‘সাংবিধানিক’ ঘোষণা করার দাবিতে। তবেএই মামলায় সুপ্রিম কোর্ট গত ৯ জানুয়ারি জানায় এই মুহুর্তে ওই মামলা শোনা সম্ভব নয় কারণ আদালতের কাজ আইনের বৈধতা খতিয়ে দেখা, আইন সাংবিধানিক কি না তা দেখা সুপ্রিম কোর্টের কাজ নয়।

Advertisement

Related Articles

Back to top button