আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। তবে নতুন করে হরিয়ানভি স্টেজ ডান্স এ জনপ্রিয়তা পাচ্ছেন সুনিতা বেবী। আজকাল অনেক স্টেজ শোতেই দেখা মেলে তাঁর। গানের তালে তাঁর কোমর দোলানো বা কিলার এক্সপ্রেশন এর ফ্যান লাখ লাখ মানুষ। সম্প্রতি সুনিতা বেবির একটি স্টেজ শো ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।
হরিয়ানভি ড্যান্সারদের স্টেজ শো হলেই তাতে উপস্তিত হন হাজার হাজার মানুষ। তাদের স্টেজ শো এতই ভালো যে সেখানে প্রচুর মানুষ ভিড় জমায়। সম্প্রতি সুনিতা একটি স্টেজ শো করেছিল যাতে রীতিমত ভিড় উপচে পড়ছিল। আর সেই স্টেজ শো এর ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যায়, সুনিতা নাচের মাঝে মাটিতে শুয়ে সেখানে উপস্থিত লোকজনকে নিয়ন্ত্রণহীন করছে। সে কখনও কখনও গলায় দুপাট্টা ছাড়াই তার হট লুক নিয়ে তোলপাড় করছে, আবার কখনও ক্লিভেজ ফ্লান্ট করছেন। হালকা অরেঞ্জ রঙের একটি সালোয়ার পরে দুর্দান্ত কায়দায় নাচ করেছেন তিনি।
সুনিতা বেবির এই ভাইরাল ভিডিওটি ‘অমিত শিউরান‘ নামক একটি ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে। এই ভিডিওটি ইন্টারনেটে আসতেই তা ব্যাপক ভাইরাল হচ্ছে। এই ভিডিও তাড়িয়ে উপভোগ করেছেন ইন্টারনেট দর্শকরা। এই ভিডিওটি এখনও পর্যন্ত ১৯ লাখ মানুষ দেখেছেন। ভিডিওতে কেউ কমেন্ট করে ‘বেস্ট বিউটিফুল ডান্স’, আবার কেউ লিখেছেন, ‘সুনিতা বেবি সুপার ডান্স’ বলেছেন।