নিউজরাজ্য

Summer Vacation: কবে থেকে পড়বে সরকারি স্কুলে গরমের ছুটি? আজ পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী ২৪ মে থেকে সরকারি স্কুলে গরমের ছুটি পড়ার কথা ছিল, কিন্তু এবারে গরমের ছুটি পড়বে আগামী ২ মে থেকে

×
Advertisement

আগামী ২ মে থেকে সরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি পড়বে বলে আবারও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ মে -র আগের দিন সোমবার মে দিবসের স্কুল ছুটি রয়েছে। তার আগের দিন রবিবার। ফলে শনিবার স্কুল হয়ে গ্রীষ্মের ছুটি পড়ে যাবে। এই গ্রীষ্মকালীন ছুটির পরে কবে স্কুল খুলবে তা পরে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে শিক্ষা দপ্তর। নির্ধারিত সুচি অনুযায়ী আগামী ২৪ মে থেকে সরকারি স্কুলে গরমের ছুটি পড়ার কথা ছিল।

Advertisements
Advertisement

তবে এপ্রিলের শুরুতে প্রথম সপ্তাহের প্রবল তাপপ্রবাহ শুরু হওয়ার কারণে তখন পরিস্থিতির কথা বিচার করে মুখ্যমন্ত্রী ২ মে থেকে গরমের ছুটি পড়ার কথা জানিয়েছিলেন। গরমের প্রকোপ আরো বেড়ে যাওয়ায় ১৭ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সরকারি স্কুল ছুটির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখন আবহাওয়ার উন্নতি হওয়ার কারণে শিক্ষকদের দাবি ছিল, আগের সূচি অনুযায়ী ২৪ মে থেকে রাজ্যে গরমের ছুটি পড়ুক।

Advertisements

প্রবল তাপপ্রবাহের কারণে মাঝখানে রাজ্যের বেশিরভাগ বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এখন অনলাইনে সেই সমস্ত স্কুলে ক্লাস হয়েছে। এই মুহূর্তে নিয়মিত স্কুল শুরু হয়েছে এবং মে মাসে মাঝামাঝি গ্রীষ্মের ছুটি পড়বে বলে জানিয়েছে বেশকিছু বেসরকারি স্কুল। সেই আবহে হঠাৎ করে সরকারি স্কুলে কেন এত তাড়াতাড়ি ছুটি দেওয়া হচ্ছে সেই নিয়েই ক্ষোভ প্রকাশ অনেকের।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button