ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Sukanya Samriddhi Yojana: মেয়ের বিয়ে এবং পড়াশোনার জন্য ভারত সরকার চালু করেছে এই দুর্দান্ত প্রকল্প, পেয়ে যান ২৫ লাখ থেকে ৪৬ লাখ পর্যন্ত টাকা

সুকন্যা সমৃদ্ধি যোজনা এখন ভারতীয় সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে

Advertisement
Advertisement

আজকের দিনে দাঁড়িয়ে সবাই নিজের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যমাত্রা নিয়ে থাকে। সবাই নিজের সন্তানের জন্য কিছু না কিছু নতুন করে। কিন্তু তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করা যেকোনো বাবা-মায়ের সবার আগে কর্তব্য। আর যদি আপনার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় তাহলে তার বিয়ে দেওয়া অনেক পিতামাতার কাছেই কোন ঝক্কির থেকে কম কিছু নয়। সবাই নিজের মেয়ের বিয়ে ধুমধাম করে দিতে চান। কিন্তু সবার পক্ষে তো আর এতটা খরচ বহন করা সম্ভব হয় না। সেই কারণে তাদের সাহায্য করতে এগিয়ে এসেছে খোদ ভারত সরকার। তাদের সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে আপনিও নিজের কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করে তার বিবাহ ভালোমতো দিতে পারবেন। এর জন্য আপনাকে একটি ন্যূনতম টাকা নিবেশ করতে হবে এবং ম্যাচিউরিটির সময় আপনি মোটা টাকা সুবিধা পাবেন। তাহলে চলুন এই সুকন্যা সমৃদ্ধি যোজনার ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement
Advertisement

কেন্দ্রের মোদি সরকার দ্বারা চালানোর সুকন্যা সমৃদ্ধি যোজনা এখন কন্যা সন্তানের পিতা-মাতার কাছে অত্যন্ত লাভজনক একটি প্রকল্প হয়ে উঠেছে। এই প্রকল্পের দরুন আপনি কিন্তু মোটা টাকা রিটার্ন পেতে পারেন। এর জন্য আপনাকে মাত্র কিছু টাকা বিনিয়োগ করতে হবে। তাই আপনার এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। মোদি সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনারা কিন্তু ৭.৬ শতাংশ হারে সুদ পেতে পারেন। এছাড়াও, আপনারা আরো কিছু সুবিধা পেতে পারেন যা শুনে আপনার হৃদয় আনন্দিত হয়ে উঠবে। জানিয়ে রাখি, ব্যাংক অথবা পোস্ট অফিসে কিন্তু আপনার মেয়ের নামে এই একাউন্ট খুলতে পারেন আপনি। ১৫ বছরের কম বয়স পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারেন এবং এই একাউন্টে আপনি ২৫০ টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

Advertisement

মেয়ে ২১ বছর বয়স হলে এই প্রকল্প ম্যাচিওর হয়। এই প্রকল্পে দশ বছরের কম বয়সী মেয়েদের জন্য বিনিয়োগ আপনি করতে পারেন। যদি আপনার মেয়ের বয়স হয় দশ বছর এবং আপনি সেই সময়ে একটা মোটা টাকা বিনিয়োগ করেন এবং প্রতি মাসে ৫,০০০ টাকা করে প্রিমিয়াম দেন তাহলে আপনার মেয়ের যখন বয়স হবে ২১ বছর, সেই সময় আপনি ২৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারবেন। আপনাকে ১৫ বছরের মধ্যে নয় লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। এই টাকার উপরে আপনি খুব সহজেই ১৬.৪৬ লক্ষ টাকা পর্যন্ত সুদ পেতে পারেন। সব মিলিয়ে ২১ বছরে ২৫.৪৬ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন আপনি পেতে পারেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button